আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অফ কন্ট্রোল বরাবর (এলওসি) তৈরি করা হল প্রথম কমিউনিটি রেডিও স্টেশন। সীমান্তবর্তী এলাকায় তথ্য প্রচার ও জনসংযোগ আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
‘রেডিও সঙ্গম’ নামের এই কমিউনিটি রেডিও স্টেশনটি লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেরি গ্রামে স্থাপন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, অসামরিক প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই স্টেশনটি গড়ে তোলা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এলওসি বরাবর এটি প্রথম কমিউনিটি রেডিও স্টেশন, যার মূল লক্ষ্য সীমান্তের ওপার থেকে আসা ভুয়ো খবর ও ভুয়ো প্রোপাগান্ডার মোকাবিলা করা।
যার ফলে, মানুষ সঠিক তথ্য পাবেন এই রেডিওর মাধ্যমে। পাশাপাশি, স্থানীয় সমস্যাগুলি তুলে ধরতে এবং নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে একটি বিশ্বাসযোগ্য মঞ্চ হিসেবেও কাজ করবে এই রেডিও।
জানা গিয়েছে, এই রেডিও স্টেশন এমন জায়গায় তৈরি করা হয়েছে যে কৌশলগত অবস্থানের কারণে এই রেডিও স্টেশনের সম্প্রচার লাইন অফ কন্ট্রোলের ওপারের কিছু এলাকাতেও শোনা যাবে।
এমনটাই জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। রাজৌরির ডেপুটি কমিশনার অভিষেক শর্মা রেডিও স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির প্রতিনিধি, অসামরিক প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক শর্মা বলেন, এই রেডিও স্টেশন সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এটি স্থানীয় মানুষের কণ্ঠস্বর তুলে ধরবে, প্রশাসন ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ আরও মজবুত করবে এবং একই সঙ্গে সীমান্তের ওপার থেকে আসা ভুয়ো প্রোপাগান্ডা প্রতিহত করতে সাহায্য করবে।
