আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিলের হামলার জবাব দিয়েছি ২২ মিনিটে। রাজস্থানে এক জনসভায় এসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একথাই বললেন মোদি।
বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন মোদি। ওই জনসভাতেই মোদি বলেন, ‘যাঁরা ভারতের মা–বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাঁদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে।’
বিকানের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কীভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল, সেই প্রসঙ্গেও বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, স্পষ্ট বার্তা দেন, সন্ত্রাসবাদকে কোনওভাবেই রেয়াত করা হবে না।
পাশাপাশি মোদি রীতিমতো হুঙ্কার দিয়ে জানান সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বা অন্য কোনও আলোচনা হবে না। মোদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামনাসামনি লড়াই হলে পাকিস্তান কোনওদিনই জিতবে না। মোদির কথায়, ‘যাঁরা নিজেদের অস্ত্র নিয়ে গর্ব করত, তাঁরা আজ হতাশায় ভুগছে।’
মোদির বার্তা, ‘ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব! পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!’
প্রসঙ্গত, পাকিস্তানকে শিক্ষা দিতে তিন সশস্ত্র বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। মোদি আরও বলেন, ‘আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর।’
বৃহস্পতিবার প্রথমে করণী মাতার মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর দেশনোক স্টেশন উদ্বোধন করেন। করণী মাতার মন্দিরের নিকটবর্তী এই স্টেশন মন্দিরের স্থাপত্যের আদলেই গড়া হয়েছে। দেশনোক থেকে বিকানেরের জনসভায় যান মোদি। সেখান থেকেই দেশের মোট ১০৩ টি অমৃত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে।
