আজকাল ওয়েবডেস্ক: দিল্লির রাষ্ট্রপতি ভবনে শুক্রবার থেকে শুরু হল দুদিনের বিশেষ অনুষ্ঠান। এখানে সমস্ত দেশের রাজ্যপালরা উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের উন্নতির জন্য এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যপালদের কী ভূমিকা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই দুদিনের বৈঠকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিগত ১০ বছরে সরকার উন্নতির জন্য কী করেছে তা নিয়েও এই দুদিনের বৈঠকে আলোচনা করা হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের যোগাযোগের প্রধান মাধ্যম রাজ্যপাল। প্রতিটি রাজ্যের মানুষের সঙ্গেও তার যোগাযোগ থাকা উচিত। রাজ্যগুলিতে যেন কোনও ধরণের খারাপ ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার দায়িত্ব থাকছে রাজ্যপালের উপরেও। তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুসারে রাজ্যপালকে কিছু ক্ষমতা রয়েছে। সেগুলি যেন রাজ্যপাল তার কার্যকালে সঠিকভাবে প্রয়োগ করেন সেদিকে নজর রাখতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রতিটি গ্রাম এবং জেলার সঙ্গে রাজ্যপালদের যোগাযোগ আরও নিবিড় করতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, যদি রাজ্যপালের সঙ্গে রাজ্যের যোগাযোগ সঠিক থাকে তবে আগামীদিনে অনেক এগিয়ে যাবে দেশ।