আজকাল ওয়েবডেস্ক : মাসে যদি সাড়ে পাঁচ হাজার টাকা করে সুদ পেতে চান তাহলে পোস্ট অফিসের থেকে ভাল আর কিছুই হতে পারে না। দেশের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটি বহুবছর ধরে সাধারণ মানুষের ভরসা যুগিয়েছে। এবার পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ফের নতুন করে চমক দিল সকলকে।

 

এখানে বিনিয়োগ করে আপনি প্রতি মাসেই পেতে পারেন ৫,৫০০ টাকা। যেমন ব্যাঙ্কে নিজের টাকা রেখে সেখান থেকে মানুষ সুদ পায়, পোস্ট অফিসের এই স্কিমও তাই। এটি একটি সরকারি স্কিম। ফলে আপনার টাকা মার খাওয়ার কোনও প্রশ্ন ওঠে না। আসলে এই স্কিমটি অবসরের পর খুব ভাল ব্যবস্থা হয়ে উঠতে পারে প্রবীণদের কাছে। তবে এমনিতেও এই স্কিমের অফার সকলের জন্য রয়েছে।

 

ব্যাঙ্কে টাকা রেখে যে সুদ আপনি পাবেন না সেটি এখানে মিলবে। এই স্কিমে টাকা রাখতে হলে আপনাকে ভারতের নাগরিক হতে হবে। এটি আপনি একা খুলতে পারেন বা অন্য কারও সঙ্গে সংযুক্ত হয়েও খুলতে পারেন। মাসে ১ হাজার টাকা বিনিয়োগ থেকেই খুলতে পারেন এই অ্যাকাউন্ট। এখানে যদি নিজের জন্য অ্যাকাউন্ট খোলেন তখন মাসে ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন।

 

যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন। তবে এই অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তবে এই টাকা কিন্তু আগামী ৫ বছরের জন্য আপনাকে রাখতে হবে। তার আগে এই টাকা তুলতে পারবেন না। এখানে বছরে ৭.৪ শতাংশ হারে সুদ দেয় পোস্ট অফিস। তাহলে দেরি না করে পোস্ট অফিসে গিয়ে এখনই খোঁজ নিন আর নিজের মাসিক সুদ তুলে নিন।