আজকাল ওয়েবডেস্ক:‌ পুলিশকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর। গুজরাটের ভাপি রেলওয়ে স্টেশনের ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে অল্পেশ চৌহান নামে এক যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তিনি লাফ মেরেছিলেন ট্রেনে ওঠার জন্য। কিন্তু পিছলে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে রেল ট্রাকে পড়ে যেতে বসেছিলেন। পুলিশের কনস্টেবল যোগেশ জগুভাই সামনেই ছিলেন। ডিউটিতে ছিলেন তিনি। ঘটনাটি দেখেই তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে অল্পেশকে টেনে তোলেন। ফলে প্রাণে বেঁচে যান তিনি। নাহলে সোজা ট্রেন লাইনে ঢুকে যেতেন তিনি। 


সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে। জানা গেছে, ওই যাত্রী ভাপি থেকে তাঁর বাড়ি ভারুচে যাওয়ার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন। স্টেশনে আসতে দেরি করায় এই ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই বিপত্তি। 


গুজরাট পুলিশ এই ঘটনায় ওই পুলিশ কর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। নেটিজেনরাও ওই পুলিশকর্মীর সাহসিকতায় পঞ্চমুখ।