আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য পতাতা নেড়ে সবুজ সঙ্কেত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অত্যাধুনিক স্লিপার ট্রেনটি হাওড়া থেকে অসমের গুয়াহাটি শহরের কামাখ্যা জংশনকে সংযুক্ত করবে। রাতের যাত্রার উপযোগী এই পরিষেবার মাধ্যমে পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হল।
উল্লেখযোগ্যভাবে, দুই রাজ্যই বর্তমানে নির্বাচনের মুখে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী এদিন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন।
একই সঙ্গে সেখান থেকেই ভার্চুয়ালি কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের রিটার্ন যাত্রারও সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আধুনিক ভারতের ক্রমবর্ধমান পরিবহণ চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি তৈরি করা হয়েছে।
কম খরচে যাত্রীদের বিমানের মতো আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে। দীর্ঘ দূরত্বের যাত্রা আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এই ট্রেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হাওড়া-কামাখ্যা রুটে এই স্লিপার ট্রেন চালু হওয়ায় যাতায়াতের সময় প্রায় আড়াই ঘণ্টা কমবে। এর ফলে পর্যটন খাতে বড়সড় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
ট্রেনের সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, 'বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল দেশে। যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হল। আমি মালদা স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম।'
তিনি আরও জানালেন, 'দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও চারটি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে। এই ট্রেন সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া।'
প্রধানমন্ত্রী আরও জানালেন, 'মা কালী আর কামাখ্যাকে যোগ করে দিল এই ট্রেন। আগে বিদেশের ট্রেন দেখে ভাবতাম, এমন ট্রেন যদি ভারতে হত। এখন ভারতেই তা তৈরি হচ্ছে। আমেরিকা এখন ভারতকে এত ভাল কাজ করতে দেখে অবাক হয়ে যাবে।’
