আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা পাটনায়। প্রাণ গেল এক মহিলা পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হতবাক সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার মধ্যরাতে পাটনার অটল সড়কে গাড়িটি প্রায় ৯০ কিমি/ঘন্টা বেগে চলছিল। কিন্তু মাঝপথেই হঠাৎ গাড়িটির গতি পরিবর্তন হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে চেকপয়েন্টে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েকজন পুলিশকর্মী প্রাণে বাঁচতে তড়িঘড়ি পালিয়ে যান। ঘটনায় প্রাণ হারান এক মহিলা পুলিশকর্মী। আরও তিনজন গুরুতর জখম হন৷
নিহত পুলিশকর্মীর নাম, কোমল। তিনি বিহারের নালন্দার বাসিন্দা ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তটি। দেখা গেছে, একটি কালো রঙের গাড়ি একবার গতি কমিয়ে পরক্ষণেই আবার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় চেকপয়েন্টে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মীকে ধাক্কা দিচ্ছে।
দেশে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ৮ জুন রবিবার, পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরায় একটি দ্রুতগতি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়। রবিবার লখনউতেও, ইতাউঞ্জা থানা সীমানায় লখনউ-সীতাপুর সড়কের মধ্যবর্তী নির্মাণস্থলে একটি গাড়ি তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয় এবং তার মা সহ অন্য একজন গুরুতর আহত হন। ৭ জুন, হরিয়ানার ফরিদাবাদে জাতীয় সড়ক-১৯-এ একটি দ্রুতগতি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়েছে। তিনজন মারা গেছেন ও পাঁচজন গুরুতর আহত হন।
পুলিশ গাড়িতে থাকা দু'জনকে গ্রেপ্তার করেছে।
