আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। শেষরক্ষা হয়নি। প্রাণ বাঁচেনি ফান্টুসের, উল্টে তাঁর দেহ থেকে গায়েব চোখ। আর সরকারি হাসপাতালের এই ভয়াবহ ঘটনায় রীতিমত শিউরে উঠছে সাধারণ মানুষ। 

 

ঘটনাস্থল বিহার। কাঠগড়ায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা। ক্ষোভের বিস্ফোরণ ঘটছে নালন্দা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে। ওই হাসপাতালেই প্রাণ গিয়েছে ফান্টুসের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই যুবককে শারীরিক সমস্যার কারণে পাটনার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ১৪ নভেম্বর ভর্তি করার পর, ১৫ তারিখ তাঁর অস্ত্রোপচার হয়। আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়। কিন্তু রাত্রি হয়ে যাওয়ায় ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ হয়নি, আইসিইউতেই ছিল দেহ।

 

পরেরদিন সকালে, পরিবারের লোকজন দেখেন, একটি চোখ নেই তাঁর। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে, তারা জবাব দেয়, হয় কেউ খুবলে নিয়েছে, কিংবা ইঁদুরে খেয়ে নিয়েছে চোখ। হাসপাতালের সুপার বিনোদ কুমার বলছেন, চারজনের দল গঠন করা হয়েছে, ঘটনাটির তদন্ত চালাবেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। হাসপাতালে চত্বরে ক্ষোভে ফেটে পড়ছেন ফান্টুসের পরিবারের লোকজন। স্বাভাবিক ভাবেই, এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।