আজকাল ওয়েবডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রামে। সেখানেই অনুগামীদের সঙ্গে হাজির হন পঞ্চায়েত প্রধান। মুহূর্তের মধ্যে বদলে যায় অনুষ্ঠানের চেহারা। শুরু হয় অশ্লীল নাচের আসর। সেই অনুষ্ঠানেই নর্তকীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করতে গিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ওই পঞ্চায়েত প্রধান। 

জানা গেছে, অশ্লীল নাচের আসরে শুধুমাত্র অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচানাচিই করেননি পঞ্চায়েত প্রধান। ওই নাচের সময় নর্তকীর সঙ্গে অশালীন আচরণ করতেও দেখা গেছে তাঁকে। এমনকী নর্তকীর গালে চুমু খেতেও দেখা গেছে। সকলের মাঝেই নর্তকীর সঙ্গে কোমর দুলিয়ে, শেষমেশ শ্রীঘরে ঠাঁই হল ওই পঞ্চায়েত প্রধানের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারি জেলায়। জানা গেছে, মোতিহারি জেলার সুগৌলি ব্লকের পাজিওয়ারা পঞ্চায়েতের প্রধান রাজকুমার পাসওয়ানের কেচ্ছা আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজকুমার আবার অশোক পাসওয়ান নামেও এলাকায় পরিচিত। 

আরও পড়ুন: ট্রেনে চড়ার আগে সাবধান, এই জিনিসগুলি সহ ধরা পড়লেই সোজা শ্রীঘরে ঠাঁই! সঙ্গে জরিমানাও

জানা গেছে, গত শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ওই গ্রামেই একটি 'সাংস্কৃতিক' অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজকুমারের শ্বশুরবাড়ির সদস্যরা। জন্মাষ্টমীর সন্ধ্যায় সেই অনুষ্ঠানেই উপস্থিত হন রাজকুমার। তিনি আসার পরেই শুরু হয় অশ্লীল নাচের আসর। রমরমিয়ে চলছিল ওই অশ্লীল নাচের আসর। প্রথম থেকেই তারিয়ে তারিয়ে নাচ উপভোগ করছিলেন রাজকুমার। কিছুক্ষণ পর তিনিও নাচানাচি শুরু করেন। 

মঞ্চ থেকে নেমে আসেন এক নর্তকী। তাঁকে বুকের কাছে টেনে নাচ করতে শুরু করেন রাজকুমার।‌ জড়িত ধরেন নর্তকীর কোমর। ভোজপুরী গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে নর্তকীর সঙ্গে নাচ করেন রাজকুমার। এর ফাঁকেই একে অপরকে চুমু খেতেও দেখা গেছে। সর্বসমক্ষে পঞ্চায়েত প্রধানের এহেন কীর্তিতে গ্রামবাসীদের চোখ ছানাবড়া হয়ে যায়। 

জানা গেছে, পঞ্চায়েত প্রধান রাজকুমারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। জন্মাষ্টমীতে এমন অশ্লীল নাচের আসর নিয়েও আপত্তি জানান তাঁরা। রাজকুমারের কীর্তির ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরাও তুমুল সমালোচনা করেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

জানা গেছে, অশ্লীল নাচের আসরে নর্তকীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি করে পঞ্চায়েত প্রধানের নাচের ভিডিও ঘিরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। মোতিহারি থানার পুলিশ জানিয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করে নাচের জন্য পঞ্চায়েত প্রধান অশোক পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা হবে। ওই অশ্লীল নাচের আসরের উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। 

প্রসঙ্গত, এই প্রথম নয়। অতীতেও কেচ্ছা, কেলেঙ্কারির জন্য খবরের শিরোনামে উঠে এসেছে রাজকুমারের নাম। এর আগেও গ্রামের মধ্যে নর্তকীর সঙ্গে অশালীন আচরণ, শ্লীলতাহানি এবং অশ্লীল নাচের আসরের আয়োজনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেবারেও পুলিশের তরফে পঞ্চায়েত প্রধানকে সতর্ক করা হয়েছিল। মাস কয়েক পর আবারও এক অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এবার জন্মাষ্টমীর দিনেই গ্রামে অশালীন আচরণের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।