আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে খুঁজে খুঁজে হামলা। পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় বাহিনী। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যখন ভারত পহেলগাঁও হামলার চরম প্রত্যাঘাত করছে, তখনই ভারতের আকাশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাক যুদ্ধবিমান। তাতেও সময় নেয়নি ভারত। জেএফ-১৭ যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করা হয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। পুলওয়ামার পাম্পোরে এই ঘটনা ঘটেছে বলে খবর সূত্রের।
গত কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখা নীতি লঙ্ঘন করছে পাকিস্তান। রাত হলেই শুরু করছে গোলাগুলি। বুধবারেও পাকিস্তান পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কামান থেকে গোলাবর্ষণ শুরু করে।
বুধবার ভোররাতের কিছু আগে, রাত পৌণে দুটো নাগাদ, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের বাহিনী। পহেলগাঁও কাণ্ডের প্রত্যঘাত, অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মোট ন' জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। একই সঙ্গে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ভারতীয় বাহিনীর এই প্রত্যাঘাত, প্রিসিশন স্ট্রাইক সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। ভারত কোনওভাবেই পাকিস্তানের কোনও কাঠামোয় আঘাত হানেনি। কোন জায়গায় আঘাত করা হবে, কীভাবে, সে বিষয়ে ভারত সংযম দেখিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
অন্যদিকে, বুধবার পাক সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "পাকিস্তানের মোট ছয়টি স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এই ২৪টি আঘাতে আটজন পাকিস্তানি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন এবং দু'জন এখনও নিখোঁজ।" বিবৃতিতে আরও জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের একট মসজিদে হামলার ফলে একটি তিন বছরের শিশুকন্যারও মৃত্যু হয়েছে।
