আজকাল ওয়েবডেস্ক: পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন প্রধান মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিনকে 'ফেরার' ঘোষণা করল শ্রীনগরের বিশেষ আদালত। সালাউদ্দিনকে এক দশক আগে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। হিজবুল মুজাহিদিন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। সালাউদ্দিন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এ অভিযুক্ত। তাকে ফেরার ঘোষণার আবেদন করেছিল এনআইএ। সেই মোতাবেক এবার পদক্ষেপ করল বিচার বিভাগও। আদালতের নির্দেশ গ্রেফতারি পরোয়ানা মেনে নিয়ে আদালতে আত্মসমর্পণ না করলে সালাউদ্দিনের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।
আদালতের নথি অনুসারে, জাকুরা থানায় দায়ের করা একটি মামলায় সালাউদ্দিনের বিরুদ্ধে ইউএপিএ-এর ১৩ এবং ১৮ ধারা এবং আরপিসির ৫০৫ ধারার অধীনে অপরাধের অভিযোগে একটি চার্জশিট (চালান) দাখিল করা হয়েছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সত্ত্বেও, তদন্তকারীরা সালাউদ্দিনকে খুঁজে পেতে ব্যর্থ হয়। এই জঙ্গি গ্রেপ্তারি এড়াতে পলাতক বা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। সালাউদ্দিনের ক্রমাগত অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে, আদালত তাকে পলাতক ঘোষণা করে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী ৩০ অগাস্ট বা তার আগে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ৮২ এবং ৮৩ ধারার অধীনে আরও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে পলাতক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করাও রয়েছে।
আরও পড়ুন- ওটিপি-র ঝামেলা অতীত, আঙুল বা মুখের ছাপেই কেল্লাফতে! নয়া পেমেন্ট ব্যবস্থা চালু করল এই ব্যাঙ্ক
এদিকে, শ্রীনগর পুলিশ সালাউদ্দিনের অবস্থান সম্পর্কে যেকোনও তথ্য শেয়ার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে এবং ন্যায়বিচার ও জাতীয় নিরাপত্তার স্বার্থে জনসাধারণের সহযোগিতার দাবি জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরে সক্রিয় জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের পরিবারের বিরুদ্ধে আগেই সক্রিয় হয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা সালাউদ্দিনের দুই ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ এবং সৈয়দ মহম্মদ শাকিলের দু'টি সম্পত্তি ২০২৩ সালের এপ্রিলে বাজেয়াপ্ত করা হয়েছিল।
ভারতের দাবি, ১৯৯৩ সাল থেকে পাকিস্তানে রয়েছেন 'ফেরার' সালাউদ্দিন। কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড জিহাদ কাউন্সিল’-এর প্রধান পদেও রয়েছে সে।
আরও পড়ুন- ফের মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী নীতীশের! ভোটের আগে এবার বিহারে কীসের ঘোষণা?
