আজকাল ওয়েবডেস্ক: আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করা হয়েছে। সব গ্রাহককে একশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন প্রকল্পে খয়রাতি বাড়ানো হয়েছে। এবার এক্স পোস্টে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকালে এক্স পোস্টে নীতীশ জানিয়েছেন, আগামী মাস থেকে সাংবাদিকেরা মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন। বর্তমানে সাংবাদিকদের পেনশনের অঙ্ক ছয় হাজার টাকা।

উল্লেখ্য কয়েক বছর আগে বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেছিলেন। সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নীতীশ।

প্রয়াত সাংবাদিকদের স্বামী/স্ত্রী/অবিবাহিত বেরোজগার সন্তানদেরও সুখবর দিয়েছেন নীতীশ। তাঁরা মাসে ১০ হাজার টাকা ফ্যামিলি পেনশন পাবেন। এখন পাওয়া যায় তিন হাজার টাকা করে।

মুখ্যমন্ত্রী নীতীশ জানিয়েছেন, তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন। অল্পদিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে।

এক্স পোস্টে নীতীশ লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 'বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্প'-এর অধীনে, সকল যোগ্য সাংবাদিকদের ৬,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা মাসিক পেনশন দেওয়ার জন্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, 'বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্প'-এর অধীনে পেনশন গ্রহণকারী সাংবাদিকদের মৃত্যুর ক্ষেত্রে, তাদের উপর নির্ভরশীল স্ত্রী/স্বামীকে তাদের আজীবনের জন্য ৩,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা মাসিক পেনশন প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকরা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার যত্ন নিচ্ছি যাতে তাঁরা নিরপেক্ষভাবে তাঁদের সাংবাদিকতা করতে পারেন এবং অবসর গ্রহণের পরে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।"

?ref_src=twsrc%5Etfw">July 26, 2025

বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপগুলিকে জেডিইউ-এর মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নীতিশ কুমারের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা: 

- প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবা মহিলাদের জন্য মাসিক পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

- মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাও করেছেন। এই সিদ্ধান্ত ১ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে এবং গ্রাহকরা জুলাই মাস থেকেই এর সুবিধা পেতে শুরু করবেন।

- বিহার সরকার আগামী পাঁচ বছরে ১ কোটি সরকারি চাকরি এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করেছে।