আজকাল ওয়েবডেস্ক : চিনে তৈরি চারটি পিস্তল এবং পাকিস্তানে তৈরি হওয়া ৫০ টি বুলেট উদ্ধার হল ভারত-পাকিস্তানের পাঞ্জাব সীমান্ত থেকে। জানা গিয়েছে, কালসিয়ান গ্রামে রাতের দিকে একটি অপারেশন চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই অপারেশনেই এই বিপুল পরিমান অস্ত্র উদ্ধার হয়। বিএসএফ সূত্রে খবর, গ্রামে অস্ত্রভাণ্ডারের খবর পেয়েছিলেন আগে থেকেই। একটি হলুদ প্যাকেটে মোড়া এই অস্ত্রগুলি উদ্ধার করে বিএসএফ।


মনে করা হচ্ছে ড্রোন থেকেই এই অস্ত্রগুলি ফেলা হয়েছে। বুলেটগুলিতে পাক সেনাবাহিনীর কারখানার ছাপ রয়েছে। বিগত বেশ কয়েকমাস ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে কিছুটা হলেও উত্তেজনা চড়ছে। ভারতের মাটিতে সন্ত্রাস ছড়াতে পাকিস্তান ফের সক্রিয় বলেই খবর। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে তাতে বাড়তি সতর্ক ভারতীয় সেনাবাহিনী। এবার পাঞ্জাব সীমান্ত থেকে উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি নিয়েও চিন্তার ভাঁজ ভারতীয় সেনার মনে।