আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি টিম গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। সাত সদস্যের প্রতিটি দলে থাকবেন আরও একাধিক নেতা, বিশিষ্টজনেরা। মোট ৩৩টি দেশে পৌঁছে যাবেন ৫৯ জন। মঙ্গলবার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি সাতটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন বলে খবর সূত্রের। রবিবার থেকে দেশে দেশে নিজের দেশের বার্তা পোঁছে দেবেন তাঁরা।
কিন্তু কেন ভারতের কথা, অপারেশন সিঁদুরের কথা পৌঁছে দিতে এই দেশগুলিকেই বেছে নেওয়া হয়েছে? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই দেশগুলি বেছে নেওয়া হয়েছে একটি নির্দিষ্ট বিচারে। ওই সংবাদ সংস্থা সূরে খবর, যে দেশগুলি বেছে নেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রায় ১৫টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। যার পাঁচটি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রয়েছে যারা প্রতি দুই বছর অন্তর পর্যায়ক্রমে সদস্য হয়।
এছাড়াও, তালিকায় আরও পাঁচটি দেশ রয়েছে যারা অদূর ভবিষ্যতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হবে। আরও কিছু দেশ যাদের কণ্ঠস্বর সাধারণত বিশ্ব মঞ্চে শোনা যায়।
সফরকালে, এই প্রতিনিধিদলগুলি বিদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করবে, যার মধ্যে রয়েছে ওই দেশগুলির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং এই দেশগুলিতে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা।
এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই সাতজনের দলে শশী থারুরের পাশাপাশি থাকবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
