জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহদের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ গঠন হয়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। যেমন শীঘ্রই লক্ষ্মী নারায়ণ যোগে চার রাশির জীবনে বদল আসতে চলেছে।
2
9
জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র উভয়কেই অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহ স্থান পরিবর্তন করলে প্রতিটি রাশির জীবনে কম-বেশি প্রভাব পড়ে।
3
9
বুধকে বুদ্ধিমত্তা ও সম্পদের গ্রহ বলা হয়। অন্যদিকে, শুক্রকে সম্পদ, সমৃদ্ধি এবং বৈষয়িক সুখের গ্রহ বিবেচনা করা হয়। এই দুইয়ের মিলনে তৈরি লক্ষ্মী নারায়ণ রাজযোগ ৪ রাশির জীবনে উন্নতির পথ খুলে দেবে, রাতারাতি রয়েছে অর্থলাভের সুযোগ।
4
9
আগামী ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে এবং ৬ ফেব্রুয়ারি শুক্র রাশিতে প্রবেশ করবে। এরপর লক্ষ্মী নারায়ণ রাজযোগ সক্রিয় হবে। এরপর ২ মার্চ পর্যন্ত এই যোগ কার্যকর থাকবে।এই বিশেষ সময়কালে কয়েকটি রাশির উন্নতির পথ খুলে যায় বলেই বিশ্বাস জ্যোতিষীদের।
5
9
ফেব্রুয়ারির শুরুতেই ভাগ্যের চাকা ঘুরবে কোন কোন রাশির। তালিকায় আছেন আপনি? জেনে নিন-
6
9
বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে খুবই ভাল হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের লাভ বাড়ার যোগ রয়েছে। পারিবারিক জীবনেও শান্তি ও সুখ বজায় থাকবে।
7
9
সিংহ: সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে বড় সাফল্য মিলতে পারে। পরিশ্রমের ফল এবার হাতে আসবে। নতুন চাকরির সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান বাড়বে। আর্থিক অবস্থাও আগের তুলনায় শক্তিশালী হবে।
8
9
ধনু: ধনু রাশির জাতকদের জন্যও এই সময় সৌভাগ্য বয়ে আনবে। পড়াশোনা, চাকরি ও ব্যবসায় ভাল ফল মিলবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি অনুকূল। পারিবারিক সমস্যা কমবে এবং মানসিক শান্তি ফিরে আসবে।
9
9
কুম্ভ: কুম্ভ রাশিতে লক্ষ্মী রাজযোগ তৈরি হওয়ায় এই রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি ও ব্যবসায় নতুন দায়িত্ব বা বড় সুযোগ আসতে পারে। অর্থলাভের নতুন রাস্তা খুলবে। আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সফল হতে পারে।