আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের জেরে কাঁপছে পাকিস্তান। ভারতীয় বিমান হামলার জেরে ইতিমধ্যে গুঁড়িয়ে গিয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দেশ ভ্রমণ স্থগিত করে দিলেন। নরওয়ে, ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সফর আপাতত স্থগিত করা হল।
অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্যাবিনেট বৈঠকে বলেন, 'ভারতের পক্ষে এটি একটি গর্বের দিন'। বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সেখানে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে সমস্ত দলের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই অপারেশনের পর জাতীয় নিরাপত্তা কীভাবে রক্ষিত হবে এবং পাকিস্তানের সঙ্গে ভারতের পরবর্তী সম্পর্ক কী হবে তা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।
ইতিমধ্যে পাকিস্তানে জাতিসংঘের একটি দল যাবে। তারা পাকিস্তানের মুজাফরাবাদে যেখানে হামলা হয়েছে সেখানে ঘুরে দেখবে। জঙ্গি ঘাঁটি নিয়ে ভারত যে কোনও ভুল পদক্ষেপ গ্রহণ করেনি সেটাও ফের একবার এই ঘটনার জেরে প্রমাণিত।
২৫ মিনিটের এই অপারেশনে ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এগুলির মধ্যে চারটি ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এর মধ্যে ভাওয়ালপুর ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এটি ইন্দো-পাকিস্তান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে।
ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ১৯৭১ সালের পর এই প্রথম পাঞ্জাব প্রদেশে এই ধরণের সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। যেভাবে ভারতীয় বিমান বাহিনী পাঞ্জাব প্রদেশের জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে তাতে দিশেহারা অবস্থা পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।
