আজকাল ওয়েবডেস্ক: থাকত ভারতে। কিন্তু ভারতে থেকে, ভারতের তথ্য তুলে দিত পাকিস্তানের হাতে। পাকিস্তানের হয়ে করত গুপ্তচরবৃত্তি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এদেশের খবর চলে যেত অন্য দেশে।
হরিয়ানায় জ্যোতির পর, গ্রেপ্তার আরও এক। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হরিয়ানার নুহ থেকে ২৬ বছরের এক যুবক গ্রেপ্তার হয়েছে। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, জানা গিয়েছে যুবকের নাম আরমান। নুহ পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক কার্যকলাপ সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি থেকে গোপন তথ্য পাওয়ার পর আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সে দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য পাচার করছিল। তার ফোন থেকে বেশকিছু ছবি, ভিডিও উদ্ধার করা গিয়েছে বলেও খবর সূত্রের।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। পাকিস্তানি এজেন্টদের সঙ্গে সংবেদনশীল তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতির 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তার প্রায় ৩,৭৭,০০০ অনুগামী রয়েছে। ইনস্টাগ্রাম হ্যান্ডলের নাম 'ট্র্যাভেলউইথজো১'। সেখানেও প্রায় দেড় লক্ষ অনুগামী রয়েছে তার।
