আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছিলেন আপামর ভারতবাসী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি, মোদি সতর্ক করে দিয়েছিলেন, ভবিষ্যতে যদি ফের পাকিস্তান এই ধরনের হামলা চালায় ভারত পাল্টা আক্রমণে পিছপা হবে না। আর শুক্রবার ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘অপারেশন সিঁদুরকে’ ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের এক ‘ঐতিহাসিক নজির’ বলে অভিহিত করলেন। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে নিরীহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদী হামলাকে “কাপুরুষোচিত ও নৃশংস” আখ্যা দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই হামলায় ভারতের প্রতিক্রিয়াকে ‘দৃঢ় সংকল্পবদ্ধ ও সিদ্ধান্তমূলক’ আখ্যাও দিয়েছিলেন তিনি।
রাষ্টপ্রতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, ‘অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তার জন্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। এটি মানবতার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে’। প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনি উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এই হামলায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হামলায় দায় নিয়েও পরে অস্বীকার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে।
আরও পড়ুন: ভারতের উপর চাপতে পারে আরও শুল্ক! পুতিন-ট্রাম্প বৈঠকের আগে বড় হুঁশিয়ারি মার্কিন অর্থ-সচিবের
এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতীয় বায়ুসেনার প্রিসিশন স্ট্রাইকে মৃত্যু হয় একশোরও বেশি জঙ্গির। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান কাপুরুষের মতো জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। তবে ভারতের এয়ার ডিফেন্স নির্ভুল ভাবে তা প্রতিহত করে এবং পাল্টা পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিতে আঘাত হানে। অভিযানে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য স্পষ্ট হয় সারা বিশ্বের কাছে। ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে ব্রহ্মোস পর্যন্ত দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এই অপারেশনে।
বিশ্বজুড়ে ভারতের এই নিখুঁত ও সংযমী প্রতিক্রিয়া প্রশংসিত হয়েছে। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘পহেলগাঁওয়ের হামলার পর গোটা দেশ ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, তাদের জন্য এটাই ছিল সবচেয়ে যোগ্য জবাব’। তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব এখন উপলব্ধি করেছে যে ভারত কখনও আগ্রাসী হবে না, কিন্তু নাগরিকদের রক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষায় জবাব দিতে দ্বিধা করবে না’। রাষ্ট্রপতি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর আসলে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের প্রতিরক্ষা ক্ষেত্রে এক মাইলফলক। তাঁর কথায়, ‘এই অভিযানের ফলাফল প্রমাণ করেছে আমরা সঠিক পথে এগোচ্ছি’।
