আজকাল ওয়েবডেস্ক : ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই। জম্মু কাশ্মীরে খতম ১ জঙ্গি। ডোডা জেলায় এই গুলির লড়াই চলে বলে জানা গিয়েছে। এই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে খবর। তাঁদের খোঁজে চলছে অভিযান। পুলিশ সূত্রে খবর, এদিন হঠাৎ পুলিশের ওপর হামলা করে কয়েকজন জঙ্গি। পাল্টা জবাব দিতেই প্রাণ হারায় ১ জঙ্গি। ডোডা সহ আশেপাশে আরও জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করছে সেনাবাহিনী। প্রসঙ্গত, বিগত কয়েকমাসে কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। বেশ কয়েকজন জঙ্গি নিকেশ হলেও এই এলাকায় আরও জঙ্গি আছে বলেই খবর। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জঙ্গি হানা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। সেখানে তিনি জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন।