আজকাল ওয়েবডেস্ক: ভরসা দেওয়ার জন্য যখন কেউ ছিলেন না, তখন ছিলেন তিনি। স্টার্টআপে শুধু টাকা দিয়েই সাহায্য করেননি, সংস্থাকে আগলে রেখেছিলেন একপ্রকার। তিনি রতন টাটা। তিনি আর নেই। কিন্তু গুরুর কথা মনে রয়ে গিয়েছে শিষ্যের। টাটা প্রয়াণে যখন চতুর্দিকে স্মৃতিচারণা, তখন একজন মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন বড় পদক্ষেপের।
গুরুতর জন্মদিনে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন শিষ্য অর্জুন দেশপান্ডে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন, রতন টাটার জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপনে ৮৭জন ক্যান্সার রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন তিনি। তিনি সঙ্গেই লিখেছেন, 'পরামর্শদাতা স্যারকে দেওয়া কথা রাখতে পেরেছেন।' আগামী এক বছর ক্যান্সার রোগীদের কম খরচে ওষুধের যোগান দেবেন বলেও জানিয়েছেন।
অর্জুন জেনেরিক আধার-এর কর্তা। তিনি যখন এই সংস্থা প্রতিষ্ঠা করেন, তখন তাঁর এই স্টার্টআপে সেভাবে অর্থ বিনিয়োগ করতে চাননি কেউ। কিন্তু সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রতন টাটা। অর্জুন তাঁর পোস্টে লিখেছেন, 'রতন টাটা স্যার সবসময় বলতেন, ক্যান্সারের ওষুধ শুধু ধনীদের জন্য নয়, প্রতিটি মানুষই যেন তার ব্যয়ভার বহন করতে পারেন।' সেই কথা রাখতেই, রতন টাটার ৮৭জন্মদিনে ৮৭রোগীকে জেনেরিক আধারের পক্ষ থেকে বিনামূল্যে মারণ রোগের ওষুধ দিয়েছেন তিনি।
