আজকাল ওয়েবডেস্ক : সংসারে আর্থিক টানাপোড়েন। বৃদ্ধা যেতে পারলেন না কুম্ভে। পুণ্যস্নানের সাধ মেটাতে বাড়িতেই নিয়ে এলেন গঙ্গাকে। কীভাবে ? শুনলে চমকে উঠবেন আপনিও।

কর্ণাটকের উত্তর কন্নড় জেলার বাসিন্দা গৌরী দেবী। চাষবাস করে অভাবের  মধ্যে দিয়ে  কোনওরকমের সংসার চালান তিনি। তাই ইচ্ছে থাকলেও কুম্ভে যাওয়া তাঁর পক্ষে প্রায় সম্ভব হয়ে উঠেছিল না। এরপরেই ৫৭ বছরের ওই বৃদ্ধা গঙ্গাস্নানের সাধ মেটাতে বাড়ির উঠোন খুঁড়ে ৪০ ফুট গভীর একটি  কুয়ো তৈরির সিদ্ধান্ত নেন। 

বাড়ির উঠোনে কুয়ো তৈরি করতে দিনে প্রায় ছয় থেকে আট ঘন্টা মাটি খুঁড়তেন ওই বৃদ্ধা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে  দু'মাসেই কুয়ো নির্মাণের কাজ শেষ করেছিলেন গৌরী দেবী। তাঁর এই কান্ড দেখে চমকে উঠেছিল গোটা এলাকা। 

জানা গিয়েছে, আগে থেকেই বৃদ্ধার কুয়ো তৈরির অভিজ্ঞতা ছিল। এর আগেও তিনি জমিতে সেচের জন্য মাটি খুঁড়ে কুয়ো তৈরি করেছিলেন।এছাড়াও, গ্রামবাসীদের জন্য জলের ব্যবস্থা করতে তিনি  অঙ্গনওয়াড়ি স্কুলে একটি  কুয়ো তৈরি করেছিলেন। সেই কুয়ো তৈরির সময় স্থানীয় প্রশাসন বৃদ্ধাকে বাধা দেয়। এরপর উত্তর কন্নড়ের তৎকালীন সাংসদ অনন্ত কুমার হেগড়ের সমর্থনে তিনি কুয়ো তৈরির কাজ  সম্পূর্ণ করেন তিনি। আজও সেই কুয়োর জল গ্রামবাসীর তৃষ্ণা মেটায় বলেই খবর।