আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে প্রতারণার আরেকটি ঘটনায়, উদুপি জেলার ব্রহ্মাবর এলাকার ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ৩ লাখ টাকা খোয়ালেন। এই ব্যক্তি কানারা ব্যাংকের শাখা থেকে ৫ লাখ টাকা তুলতে গিয়ে প্রতারিত হয়েছেন। টাকা তোলার জন্য ব্যাংক ম্যানেজারের যোগাযোগ নম্বর গুগলে খুঁজতে গিয়ে তিনি একটি নম্বর পান। সেই নম্বরে কল করেন এবং সেখান থেকে প্রতারণার শিকার হন।
প্রতারণার কৌশল হিসেবে, প্রতারকরা প্রথমে ম্যানেজার সেজে বৃদ্ধের সঙ্গে ভিডিও এবং ভয়েস কলের মাধ্যমে যোগাযোগ করে। প্রতারকরা বৃদ্ধকে একটি লিংকে ক্লিক করতে বলে, যা তাঁর গুগল পে সেটিংসের যাবতীয় তথ্য হাতিয়ে নেয়। কয়েক মিনিটের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা উধাও হয়ে যায়।
ওই বৃদ্ধ সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা করা হয়েছে।
কিছুদিন আগেই শ্ৰেয়া মিত্র নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একইভাবে প্রতারণার শিকার হন, যখন তিনি পুরি ভ্রমণের জন্য গুগলে হোটেল বুকিং করতে গিয়ে ভুল নম্বরে কল করেন এবং ৯৩,০০০ টাকা খোয়ান।
