আজকাল ওয়েবডেস্ক: গোয়ার নাইটক্লাবের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল, হাহাকারের ক্ষত এখনও দগদগে। নাইটক্লাবের অবস্থান, কাঠামোর নকশা-সহ একাধিক বিষয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তারমাঝেই ফের আগুন পানশালায়। গোয়ার পর, এবার ওড়িশায়। দাউদাউ করে জ্বলছে বহুতলের উপরের অংশ। কালো ধোঁয়ায় ঢেকে এলাকা। পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়। 

স্থানীয় এবং একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে ভুবনেশ্বরের একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওড়িশার রাজধানীর সত্য বিহার এলাকার ঘটনা। ইতিমধ্যে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, একটি বহুতলের উপরের অংশ জ্বলছে দাউদাউ করে। রীতিমতো পুড়ে খাক কাঠামো। জানা গিয়েছে ওই বহুতলের উপরের অংশেই  ছিল পানশালাটি। এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এলাকা ঘনবসতি হওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তীব্রভাবে। যদিও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘনবসতিপূর্ণ এলাকার আশেপাশের ভবনগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নিকাণ্ডের কারণ শট সার্কিট? নাকি অন্য কিছু? তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 

 

নর্থ গোয়ার পানাজি থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আরপোরা গ্রামে বার্চ বাই রোমিও লেন নাইটক্লাব। শতাধিক পর্যটক, কর্মীরা ছিলেন। হুল্লোড়-উচ্ছ্বাসের মাঝেই রবিবার রাতে আগুন লাগে সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত একটা নাগাদ দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে ডান্স ফ্লোরে। বেশিরভাগ পালিয়ে যান কোনও মতে। পালাতে গিয়েও হুড়োহুড়ি শুরু হয়। কারণ, নাইটক্লাবের এক্সিট গেটের পথ অত্যন্ত সরু। যেখান থেকে তাড়াহুড়োতে পালিয়ে যাওয়ার উপায় নেই। অন্যদিকে কয়েকজন পর্যটক ও কর্মীরা পালাতে না পেরে নাইটক্লাবের বেসমেন্টে ঠাঁই নেন। সেখানেই দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২৫। 

 

ঘটনার পরে রাতারাতি থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত দুই মালিক। অগ্নিকাণ্ডের পাঁচদিন পর, বৃহস্পতিবার থাইল্যান্ডেই আটক করা হয় তাঁদের। 

পলাতক দুই অভিযুক্তকে আটক করার জন্য গোয়া পুলিশ দু'জনের পাসপোর্ট সাসপেন্ড করে দেয় আগেই। ইন্টারপোলের কাছে ব্লু কর্নার নোটিশ পাঠানো হয়। বিদেশ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, পাসপোর্ট সাসপেন্ড করা হলে, তা নিয়ে আর ভিন দেশে যাওয়া সম্ভব না। যদিও তার আগেই সৌরভ ও গৌরব থাইল্যান্ডে পৌঁছে যান। তাঁদের বিরুদ্ধে গত রবিবারেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছিল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে চার সপ্তাহের আগাম জামিন চেয়ে দিল্লির আদালতে আবেদন করেছিলেন তাঁরা। বুধবার রোহিনি আদালত দু'জনের জামিনের আবেদন খারিজ করে দেয়। 

এর আগে গোয়া পুলিশ গোয়ার বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবের আরও এক মালিক অজয় গুপ্তকে গ্রেপ্তার করেছে। মূল আউটলেট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। সেই ঘটনার রেশ মেটার  আগেই, ফের আগুন পানশালায়।