আজকাল ওয়েবডেস্ক: ফের এক ছাত্রীকে যৌনহেনস্থার অভিযোগ ওড়িশায়। এবার গ্রেপ্তার কংগ্রেসের ছাত্র সংগঠনের ওড়িশা ইউনিটের সভাপতি উদিত প্রধান। নৈশভোজে ডেকে ওই ছাত্র নেতা নির্য়াতিতার পানীয়তে নেশার কিছু একটা মিশিয়ে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। 

অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত বলে দাবি করেছেন অভিযোগকারিণী নির্যাতিতা। পুলিশে দায়ের করা এফআইআর-এর বয়ান অনুসারে, নির্যাতিতা ১৯ বছরের তরুণীকে একটি হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা। তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ, ওই পানীয় পানের কিছু ক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন, তাঁর মাথা ঘুরতে থাকে। 

সেই সময়ে ওই ছাত্র নেতা এবং তাঁর সহযোগিরা নির্যাতিতাকে হোটেল থেকে বের হতে বাধা দেয়। শেষপর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে বুঝতে পারে যে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে। সে আরও অভিযোগ করে যে, ঘটনাটি সম্পর্কে কথা বললে তাঁকে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ। কিন্তু, পুলিশে অভিযোগ করা হয় রবিবার। ভুবনেশ্বরের মঞ্চেশ্বর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে। 

কেন এতদিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হল? নির্যাতিতার দাবি, আগে তিনি সামনে আসতে ভয় পেয়েছিলেন। এফআইআর দায়েরের পর, পুলিশ ব্যবস্থা নেয় এবং সেদিন রাতেই কংগ্রেসের অভিযুক্ত চাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল হয়। কংগ্রেসের ছাত্র সংগঠনের ওড়িশা ইউনিটের সভাপতি উদিত প্রধানের পরিবারের সদস্য এবং কংগ্রেস সমর্থক-সহ প্রায় ৫০ জনের একটি দল মঞ্চেশ্বর থানার বাইরে জড়ো হয়। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ থানার মধ্যে বিক্ষোভকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। 

আরও পড়ুন- কিশোরের অণ্ডকোষে কামড় পিটবুলের! মুম্বইয়ে বিভীষিকাময় ঘটনা, কুকুর লেলিয়ে দিয়ে অভিযুক্ত পলাতক

ওড়িশায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা:
গত শনিবার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে। 

তার আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। অভিযোগ, বার বার যৌন হেনস্থার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ। 

এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিজেপি শাসিত ওড়িশায় আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। সোচ্চার কংগ্রেস-ও। কিন্তু এবার সেই কংগ্রেসেরই ছাত্র সংগঠনের প্রধানের বিরুদ্ধে উঠল নক্কারজনক অভিযোগ।