আজকাল ওয়েবডেস্ক: প্লাসটিকে ক্ষতি হচ্ছে পরিবেশের। চিন্তিত পরিবেশবিদরা। কিন্তু হুঁশ ফেরাতে তৎপর আদালত। কেরল হাইকোর্ট জানিয়েছে যে, পরিবেশগত উদ্বেগের কথা বিবেচনা করে রাজ্যে বিয়ের অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় জলের বোতল ব্যবহার করা উচিত নয়। উচ্চ-আদালত আরও জানিয়েছে যে, সরকারি অনুষ্ঠানেও প্লাস্টিকের উপকরণ ব্যবহার করা অনুচিত।

হাইকোর্টে 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬' সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। বিচারপতিদের মতে, আদালত অ-পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক নির্মূল করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারের কাছে কেরল হাইকোর্টের বিচারপতিদের প্রশ্নও ছিল যে, "প্লাস্টিকের পানীয় জলের বোতলের উপর নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়িত করা যেতে পারে?"

জবাবে সরকারের তরফে আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক নিষিদ্ধ করার একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। ১০০ জনের বেশি লোকের জমায়েত বা অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়াও, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন- "বিবাহ অনুষ্ঠানে আধা লিটার জলেরর বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছ।" স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন।

এই শুনানিতে উচ্চ-আদালত রেলের সমালোচনা করে বলেছে যে, রেলপথ আবর্জনামুক্ত রাখার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। বিচারপতিদের নির্দেশ যে, "জনগণ এবং আইনি ব্যবস্থার প্রতি রেলকে দায়বদ্ধতা পালন করতে হবে। রেল ট্র্যাকে আবর্জনা ফেলার অনুমতি দেওয়া উচিত নয়।” কেরল হাইকোর্ট রেলকে, ট্র্যাক থেকে আবর্জনা সম্পূর্ণরূপে অপসারণের নির্দেশ দিয়েছে।