আজকাল ওয়েবডেস্ক:‌ রতন টাটার মৃত্যুর পর টাটা সন্সের চেয়ারম্যান হয়েছেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। আর দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেডের ১০০ শতাংশ শেয়ারই কিনে নিল টাটা পাওয়ার। গত ৬ নভেম্বর গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। ১৮.‌৬৪ কোটি টাকায় পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেড অধিগ্রহণ করেছে টাটা পাওয়ার।


জানা গেছে পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেডের বার্ষিক টার্ন ওভার ছিল ২৫৬.‌১৮৩ কোটি টাকা। প্রসঙ্গত, সংস্থাটি বিদ্যুৎ সরবরাহ করত। কিন্তু এই সংস্থা এখন ধুঁকছে। সংস্থাকে পুনরুজ্জীবিত করতেই নোয়েল টাটা সংস্থাটি অধিগ্রহণ করলেন। অধিগ্রহণ প্রক্রিয়ার সময় সংস্থার বকেয়া টাকাও পরিশোধ করেছে টাটা পাওয়ার। তারপর ১৮‌.‌৬৪ কোটি টাকা সংস্থাটিকে অধিগ্রহণ করা হল।


টাটা পাওয়ার মূলত মুম্বই অঞ্চলে বিদ্যুৎ বন্টন ও সরবরাহের কাজ করে। এটি টাটা গ্রুপের একটি অংশ। টাটা পাওয়ারের বাজারের মূলধন হল ১.‌৪২ লক্ষ কোটি টাকা। আর টাটা সন্স হল টাটা গ্রুপের একটি হোল্ডিং কোম্পানি।


প্রসঙ্গত, রতন টাটার মৃত্যুর এই সাম্রাজ্যের দায়িত্ব কে নেবেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। অনেক নাম ভেসে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে।