আজকাল ওয়েবডেস্ক: জামিনের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, তারপরেও তা স্থগিত হয়ে যায়। বুধবার কেজরিওয়ালকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির নিম্ন আদালত। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপ সুপ্রিমোকে ৫ দিনের হেফাজতে নিতে চেয়েছিল, তবে ৩ দিন মঞ্জুর করেছে আদালত। সোমবারেই আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করে সিবিআই। মঙ্গলবার রাতে তিহাড় জেল থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার সিবিআইয়ের তরফে কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হলে তাঁকে ৩ দিনের জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ দিল রাউজ অ্যাভিনিউ আদালত। আবগারী দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। মাঝে নির্বাচন চলাকালীন সময়ে অন্তবর্তী জামিন মিলেছিল ২১ দিনের জন্য। পরে ফের নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও, তিহাড় থেকে বাড়ি ফেরা হয়নি আপ সুপ্রিমোর। নিম্ন আদালতের নির্দেশের বিরোধিতা করে আদালতে গিয়েছিল ইডি। আদালত জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তার পরেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই।