আজকাল ওয়েবডেস্ক: বিজেপি দল অন্য দলের থেকে আলাদা। দলের প্রতিটি কর্মী থেকে শুরু করে নেতা সকলকেই জনগনের কথা বুঝতে হবে। তবেই ভোটারদের আস্থা অর্জন করা যাবে। কংগ্রেস যে ভুল বারে বারে করেছে তা বিজেপির করলে হবে না। তাহলেই কিন্তু নিজের ক্ষমতা হারাবে গেরুয়া শিবির। গোয়াতে এক কর্মীসভায় দলের কর্মীদের এই বার্তাই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকারি।
লোকসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ সরকার ক্ষমতা দখল করেছে। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তবে আগামীদিনে ফের এককভাবে সরকার গঠনের জন্য এখন থেকেই সকলকে কাজ করতে হবে বলে ডাক দেন গাডকারি।
এদিন দলের কর্মী সমর্থকদের গাডকারী বলেন, দলের প্রবীণ নেতা এল কে আডবানি সর্বদাই বলতেন বিজেপিকে আলাদা একটি দল হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। আমাদের সকলকেই এটা বুঝতে হবে কেন তিনি এই কথা বলেছিলেন। তিনি আরও বলেন, বিজেপিকে মানুষ পছন্দ কর বলেই ভোট দিয়েছে। কিন্তু কংগ্রেসের মত যদি ভুল করা শুরু হয় তবে বিজেপির প্রস্থান নিশ্চিত। দলের প্রতিটি কর্মীদের নিজেদের কাজ বুঝতে হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কাজে সর্বদাই অংশ নিতে হবে।
দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দেন গাডকারী। মহারাষ্ট্রের রাজনীতির কথা তুলে ধরে গাডকারী বলেন, এখানে জাতিগত রাজনীতি এক আলাদা মাত্রা পায়। তবে জাতিগত রাজনীতি না করে সকলকে এক করার রাজনীতি করতে হবে। গোয়ার বিজেপি কর্মীদের আগামীদিনে প্রতিটি ওয়ার্ড ঘুরে দলকে শক্তিশালী করার কথাও বলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
লোকসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ সরকার ক্ষমতা দখল করেছে। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তবে আগামীদিনে ফের এককভাবে সরকার গঠনের জন্য এখন থেকেই সকলকে কাজ করতে হবে বলে ডাক দেন গাডকারি।
এদিন দলের কর্মী সমর্থকদের গাডকারী বলেন, দলের প্রবীণ নেতা এল কে আডবানি সর্বদাই বলতেন বিজেপিকে আলাদা একটি দল হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। আমাদের সকলকেই এটা বুঝতে হবে কেন তিনি এই কথা বলেছিলেন। তিনি আরও বলেন, বিজেপিকে মানুষ পছন্দ কর বলেই ভোট দিয়েছে। কিন্তু কংগ্রেসের মত যদি ভুল করা শুরু হয় তবে বিজেপির প্রস্থান নিশ্চিত। দলের প্রতিটি কর্মীদের নিজেদের কাজ বুঝতে হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কাজে সর্বদাই অংশ নিতে হবে।
দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দেন গাডকারী। মহারাষ্ট্রের রাজনীতির কথা তুলে ধরে গাডকারী বলেন, এখানে জাতিগত রাজনীতি এক আলাদা মাত্রা পায়। তবে জাতিগত রাজনীতি না করে সকলকে এক করার রাজনীতি করতে হবে। গোয়ার বিজেপি কর্মীদের আগামীদিনে প্রতিটি ওয়ার্ড ঘুরে দলকে শক্তিশালী করার কথাও বলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
