আজকাল ওয়েবডেস্ক: তৎকাল টিকিট। বিশেষ প্রয়োজনে কিংবা জরুরি ভিত্তিতে যাত্রার এক দিন আগে এই টিকিট কাটা যায়। অর্থাৎ ২৪ ঘণ্টা আগে।
সম্প্রতি ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন করেছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। নতুন নিয়ম অনুযায়ী, বাতানুকুল ক্লাসের ক্ষেত্রে তৎকাল টিকিট কাটা যাবে সকাল দশটা থেকে। আর বাতানুকুল নয় (নন এসি) এই ক্লাসের টিকিট কাটা যাবে সকাল এগারোটা থেকে।
রেলের তরফে জানানো হয়েছে, বুকিংয়ের সুবিধার জন্যই সময়ে এই বদল করা হয়েছে। কারণ তৎকাল টিকিট জরুরি ক্ষেত্রেই কাটতে হয়। তাই এমার্জেন্সিতে যাত্রা করা যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যই এই সিদ্ধান্ত রেলের।
এটা ঘটনা তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এক জন সর্বোচ্চ চার জনের টিকিট কাটতে পারেন। লাগে সচিত্র পরিচয়পত্র। তবে যাত্রা বাতিল করলে তৎকাল টিকিটের টাকা ফেরত হয় না। যদি না ট্রেন বাতিল হয়।
তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রথমেই আইআরসিটিসির ওয়েবসাইটে যেতে হয়। তারপর একে একে ধাপ পেরিয়ে টিকিট বুক করতে হয়। ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিটের দাম মেটানো যায়।
