অরিন্দম মুখার্জি: বিহারের পূর্ণিয়া জেলায় তৈরি হবে বিমানবন্দর। রাজ্যের পরিবহনে বা বিমান পরিষেবার উন্নতিকরনের জন্য বিমানবন্দর তৈরি করার কথা ভাবা হচ্ছে।
বিহারের মধ্যে দিয়ে অনেক নদী এবং গঙ্গা প্রবাহিত হচ্ছে। এই সব দিকে নজর রেখে এবং জনসাধারণের পরিবহন এবং বিমান পরিষেবার কথা মাথায় রেখে বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব দিল্লি গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডুর কাছে গিয়ে পূর্ণিয়া জেলায় বিমানবন্দর তৈরির প্রস্তাব রাখেন। পূর্ণিয়া জেলার সাংসদ রাজেশ রঞ্জন বলেন ‘পূর্ণিয়ায় বিমান পরিষেবা চালু হলে অনেকের উপকার হবে। তার সঙ্গে বিভিন্ন পণ্য সরবরাহের ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করবে পূর্ণিয়া জেলা বিমানবন্দর।’ রাজেশ রঞ্জন বলেন ‘জনসাধারণ নির্বাচিত করে এনেছে। তাই তাদের উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।’ মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু জানান, ‘চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর তৈরির।’ এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, পূর্ণিয়া জেলায় বিমান পরিষেবা চালু হলে পার্শ্ববর্তী অঞ্চল যেমন আরারিয়া, সারসারা, ভাগলপুর, কাটিহার, কিষানগঞ্জ মাধপুরা এবং পশ্চিমবঙ্গের আদান–প্রদানের অনেক সুবিধা হয়ে যাবে।’
