আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের পর গোটা দেশে অনেকটা মনোবল হারিয়েছিলেন বিজেপি কর্মীরা। কিন্ত ফের তাদের মধ্যে নতুন জোয়ার এনে দিয়েছে হরিয়ানা ভোটের ফল। যেখানে এক্সিট পোল আগে থেকে বিজেপির বিপরীত কথা বলেছিল সেখানে পুরো খেলা ঘুরে যায় ফল ঘোষণার পর।
ভোটের মাত্র ৬ মাস আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সামান্য সময় পেয়েই বিপুল সাফল্য এনে দিয়েছেন বিজেপিকে। সেই নায়াব সিং সাইনিই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ১৫ অক্টোবর শপথ নিতে পারেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে থাকতে পারেন।
বিজেপি নায়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল মাস ছয়েক আগে। লোকসভা ভোটের ঠিক আগে আগে। তখন হরিয়ানাজুড়ে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রী ছিলেন মনোহরলাল খাট্টার। তাঁর আমলের ‘অপশাসনে’র জেরে হরিয়ানার জাঠ বেল্টে বেশ চাপে ছিল বিজেপি।
কঠিন সময়ে হরিয়ানার কুরসিতে বসেছিলেন সাইনি। মাত্র ৬ মাসের মধ্যেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ল, তার অন্যতম কারিগর তিনিই। তাই ফের তার হাতেই হরিয়ানার দায়িত্ব তুলে দিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
