আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, এই দেশেরই অংশ। আর সেই অংশের আকাশেই নানা রঙের খেলা। বেঙ্গালুরুর বাসিন্দারা আকাশে হলুদ, গোলাপি রঙ দেখে অবাক, হতবাক। শহরজুড়ে একপ্রকার আলোড়ন তৈরি হয় ঘটনায়। সোমবারের এই দৃশ্য অনেকেই মুহূর্ত বন্দি করে রেখেছেন। সমাজ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে সেই ছবি। 

 

প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন মেঘ কিংবা বায়ুমণ্ডলের সঙ্গে সম্পর্কিত কোনও ঘটনা। বাড়তে থাকে সমাজমধ্যমর শেয়ার করা ছবির সংখ্যা। বাড়তে থাকে প্রশ্ন। অনেকেই জানতে চান, এই রঙের কারণ কী। কেনই বা আচমকা আকাশে একসঙ্গে নানা রঙের ছটা? 

 

বিজ্ঞান কী বলছে? বিজ্ঞানের মতে, এই রহস্যময় আলোর পিছনে রয়েছে আদতে ধূমকেতু। বেঙ্গালুরুর উপর দিয়ে ধূমকেতুর যাওয়ার ফলাফল ওই রহস্যময় আলো। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, বেঙ্গালুরুর উপর দিয়ে যাওয়া ওই ধূমকেতুটি হল সি/ ২০২৩ এ৩। এই ধূমকেতু পৃথিবীর কাছাকাছি চলে এসেছে আচমকা। এই ধূমকেতু পর্যায়ক্রমিক নয় বলেও জানা গিয়েছে।

 

চিনের পার্পল মাউন্টেন অবজারভেটারি ২০২৩ সালের ৯ জানুয়ারি এই ধূমকেতুর আবিষ্কার করে। এই ধূমকেতু পৃথিবী থেকে ১২৯.৬ মিলিয়ন কিলোমিটার দূরের ধূমকেতু, বর্তমানে সেটি সেক্সটান নক্ষত্রমণ্ডলে অবস্থান করছেও বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, শুধু বেঙ্গালুরু নয়, হায়দরাবাদের বাসিন্দারাও ২ অক্টোবর পর্যন্ত এই ধূমকেতুর ঝলক দেখতে পারবেন।