আজকাল ওয়েবডেস্ক: দোলের পর তীব্র গরমে পুড়ছিল বেঙ্গালুরু। তা থেকে সাময়িক স্বস্তি দিয়েছিল তুমুল বৃষ্টি। বৃষ্টির জেরে গলদঘর্ম দশা থেকে রেহাই পেলেও, রাস্তাঘাটের দৃশ্য দেখে রীতিমতো চোখ ছানাবড়া অনেকের। কারণ? ভারী বৃষ্টির পরেই বেঙ্গালুরুর রাস্তা ঢেকে যায় সাদা রঙের ফেনায়। যা একনজরে দেখলে মনে হবে, ভারী বৃষ্টির পর বেঙ্গালুরুতে তুষারপাত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় মিলান নামের একটি অ্যাকাউন্ট থেকে বেঙ্গালুরুর রাস্তার ভিডিও পোস্ট করা হয়েছে। শনিবারের ভারী বৃষ্টির পর বেঙ্গালুরুর রাস্তাঘাটের চেহারাই বদলে যায়। ভিডিওতে দেখা গেছে, বরফের মতো সাদা ফেনায় ভরে গেছে রাস্তা। সেই রাস্তায় চলাচল করছে গাড়ি, অটো, বাস। দেখে মনে হচ্ছে, বৃষ্টির পর সাদা ধবধবে বরফের চাদরে ঢাকা পড়েছে বেঙ্গালুরুর রাস্তা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চোখ ছানাবড়া নেটিজেনদের। কেউ কেউ মজা করে লিখেছেন, তুষারপাত নয়, রাস্তায় যেন সার্ফ এক্সেল ছড়িয়ে জল ঢেলে দিয়েছে কেউ। আসল সত্যিটা কী? জানা গেছে, বেঙ্গালুরুর একাধিক রাস্তায় রিঠা গাছ রয়েছে। সেই গাছের ফুলে জল পড়লে ফেনা হয়। বৃষ্টির জল রিঠা গাছের ফুলে পড়ায়, রাস্তাঘাট ফেনায় ভরে যায়।
