আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের ভাণ্ডুপ এলাকায় শনিবার দুপুরে এক ১৬ বছরের 'গুন্ডা' রাস্তায় তাণ্ডব চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরের বিরুদ্ধে একাধিক মামলা আগেই রয়েছে। ঘটনার দিন সে তলোয়ার হাতে একটি সরকারী বাস থামিয়ে চালককে হুমকি দেয় ও বাসের কাঁচ ভেঙে দেয়।

ঘটনাটি ঘটে বিকেল ৩:১০ মিনিটে ভাণ্ডুপ পশ্চিমের ট্যাঙ্ক রোডে। কিশোরটি চালক জ্ঞানেশ্বর রাঠোডকে গালাগালি করে ও আক্রমণ করে। বাসের সামনের কাচ ছাড়াও একটি জলের ট্যাঙ্কার ও একটি অটো রিকশার কাচও ভাঙে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০,০০০।

জানা গেছে, কিশোরটি তার কাকুর কাছ থেকে চুরির অভিযোগে বকুনি খেয়ে রাগে এই কাজ করেছে। পুলিশ তাকে আটক করে জুভেনাইল হোমে পাঠিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, Damage to Public Property Act, ও অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগেও ছেলেটির বিরুদ্ধে মারধর ও জনশান্তি ভঙ্গের উদ্দেশ্যে উসকানির একাধিক মামলা রয়েছে।