আজকাল ওয়েবডেস্ক: অভিনব কায়দায় প্রাক্তন শিপ ক্যাপ্টেনের থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। শেয়ার বাজারে টাকা খাটানোর প্রতারণা করে অ্যাকাউন্ট থেকে গায়েব হল ১১ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কলাবা এলাকায়।

 

 

জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তিকে হঠাৎই গত ১৯ আগস্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন এক অচেনা ব্যক্তি। তাঁকে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে ভালো টাকা উপার্জনের প্রতিশ্রুতি দেন। গ্রুপের অ্যাডমিন নিজেকে আন্না স্মিথ নামে পরিচয় দিয়ে নিয়মিত শেয়ার বাজারের কৌশল ও বিনিয়োগের সুযোগ শেয়ার করতেন। 

 

 

 

গ্রুপের অন্যান্য সদস্যদের দেখে ভুক্তভোগী গ্রুপটিকে বিশ্বাস করেন। শেয়ার বাজারের অভিজ্ঞ একজন বিনিয়োগকারী হিসেবে আগ্রহ প্রকাশ করেন ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করার জন্য। এরপরেই দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেন। সেখানে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে বলা হয় ওই সংস্থার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে।

 

 

ওই অ্যাপটি ডাউনলোড করার পর ওই প্রৌঢ় বিভিন্ন বিনিয়োগের সুযোগ সম্পর্কে মেসেজ পেতে শুরু করেন। যার মধ্যে ছিল ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট ট্রেডিং, ওটিসি ট্রেডিং এবং আইপিও। এরপর ওই জালিয়াতরা বলেন, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। 

 

 

 জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবরের মধ্যে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মোট ২২টি লেনদেন হয়। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মোট ১১.১৬ কোটি টাকা ট্রান্সফার করেন তিনি। কারণ জানতে চাওয়ায়, তাঁকে বলা হয় ট্যাক্স থেকে বাঁচতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এরপরে বলা হয় ২০% সার্ভিস ট্যাক্স দেওয়ার জন্য।

 

 

সেই টাকা দেওয়ার পরেও জালিয়াতরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। শেষে, ভুক্তভোগী শেয়ার বাজারের সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সাইবার ক্রাইমের মাধ্যমে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।