আজকাল ওয়েবডেস্ক: রেল বিকাশ নিগমের শেয়ারে উত্থান। ৪ জুলাই যেখানে ৪১৮.৭৫ টাকা ছিল শেয়ারের দাম, সেখানে একধাক্কায় বেড়ে হল ৬৪৩.৯৫ টাকা। এরফলে প্রচুর ব্যক্তি এই স্টক কিনেছে এবং বিক্রিও করেছে। আরভিএনএলের দীর্ঘ এবং স্বল্পমেয়াদী শেয়ারগুলি প্রতিটি বিনিয়োগকারীকেই আশ্বস্ত করেছে।
এদিন বেস প্রাইস থেকে ৫.৪৭ শতাংশ বেড়েছে এই শেয়ার। এর কারণ হিসাবে বলা যায় ২০২৪-২৫ সালে ১০ হাজার অতিরিক্ত নন এসি কোচ শুরু করার ঘোষণা করেছে ভারতীয় রেল। এরফলে যাত্রী সুরক্ষা আরও বেশি বাড়বে বলেই রেলের শেয়ারে এই উত্থান। বৃহস্পতিবার রেলের শেয়ার কেনাবেচা হয়েছে ৩০.৫৩ লক্ষ টাকার।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ জুলাই এই স্টক ১১৭.৩৫ টাকা ছিল। এই অর্থ বাজারের তুলনায় অনেকটাই নীচে ছিল বলেই খবর। এক শেয়ার বিশেষজ্ঞ জানিয়েছেন, যদি ৬০০ টাকার বেশি শেয়ারের দাম থাকে তবে তা আগামীদিনে আরও উপরের দিকে যেতে পারে। এমনকি এই বৃদ্ধি বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
রেলের শেয়ারে এই উত্থান আগামীদিনেও চলবে। রেলের এই শেয়ার থেকে যে লাভের অঙ্ক আসে তা ভারতীয় রেলের বিভিন্ন খাতে খরচ করা হয় বলে জানা গিয়েছে। ফলে ভারতীয় রেলের শেয়ারে উত্থান একটি ইতিবাচক দিক।
এদিন বেস প্রাইস থেকে ৫.৪৭ শতাংশ বেড়েছে এই শেয়ার। এর কারণ হিসাবে বলা যায় ২০২৪-২৫ সালে ১০ হাজার অতিরিক্ত নন এসি কোচ শুরু করার ঘোষণা করেছে ভারতীয় রেল। এরফলে যাত্রী সুরক্ষা আরও বেশি বাড়বে বলেই রেলের শেয়ারে এই উত্থান। বৃহস্পতিবার রেলের শেয়ার কেনাবেচা হয়েছে ৩০.৫৩ লক্ষ টাকার।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ জুলাই এই স্টক ১১৭.৩৫ টাকা ছিল। এই অর্থ বাজারের তুলনায় অনেকটাই নীচে ছিল বলেই খবর। এক শেয়ার বিশেষজ্ঞ জানিয়েছেন, যদি ৬০০ টাকার বেশি শেয়ারের দাম থাকে তবে তা আগামীদিনে আরও উপরের দিকে যেতে পারে। এমনকি এই বৃদ্ধি বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
রেলের শেয়ারে এই উত্থান আগামীদিনেও চলবে। রেলের এই শেয়ার থেকে যে লাভের অঙ্ক আসে তা ভারতীয় রেলের বিভিন্ন খাতে খরচ করা হয় বলে জানা গিয়েছে। ফলে ভারতীয় রেলের শেয়ারে উত্থান একটি ইতিবাচক দিক।
