আজকাল ওয়েবডেস্ক: ফের খুনের হুমকি পেলেন মুকেশ আম্বানি। পুলিশ জানিয়েছে, ২০ কোটি টাকা চেয়ে হুমকি ইমেল এসেছে এই ভারতীয় শিল্পপতির কাছে। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতে হুমকি ভরা ইমেল পান মুকেশ আম্বানি। লেখা ছিল, ’২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।’ ঘটনার পরই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি পুলিশকে জানান। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা গেছে, ২৭ অক্টোবর শাদাব খান নামের এক ব্যক্তির কাছ থেকে এই হুমকি এসেছিল। হুমকির নেপথ্যে কোনও বড়সড় গ্যাং রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও খুনের হুমকি পেয়েছেন মুকেশ আম্বানি। আম্বানি ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গত বছর বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
