আজকাল ওয়েবডেস্ক : ভারতে যুবকদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে এর হার সবথেকে বেশি। একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারতের মত জনবহুল দেশে আত্মহত্যা করার যত খবর মিলেছে তার মধ্যে তরুণদের মধ্যে এর প্রবণতা অনেক বেশি। 

 

সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারতের ৪০ % আত্মহত্যা ঘটনা হয় ৩০ বছরের মধ্যে। এই বয়সে নানা ধরণের অপ্রাপ্তি থেকে এই ঘটনা বাড়ছে। ভারতের মাটিতে প্রতিদিন গড়ে ১৬০ জন তরুণ বা তরুণী আত্মহত্যা করেছে। এই হিসাব যথেষ্ট উদ্বেগের। 

 

আত্মহত্যার কারণ হিসাবে দেখা গিয়েছে পরিবারের প্রতি অবহেলা, বন্ধুর অভাব, একা থাকা, প্রেমের সম্পর্কে ভাঙন, মানসিক অসুস্থতা। এই সবকটাই ভারতের যুবদের অনেক বেশি একা করে দিয়েছে। ফলে তারা আত্মহত্যা পথ বেছে নিয়েছে। 

 

২০২২ সালের এনসিআরবি রিপোর্ট অনুসারে সেই বছর ১. ৭১ লক্ষ যুবকের আত্মহত্যা ঘটনা সামনে এসেছে। তরুণ প্রজন্ম যত বেশি আনন্দে থাকবে। ভাল থাকবে তত তাঁদের মধ্যে এই প্রবণতা কম হবে। এখানে তাঁদের মানসিক বিকাশ সবথেকে বেশি দরকার। মানসিক ভাবে তারা যত সুস্থ থাকবে তত কমবে আত্মহত্যার হার।