আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ফের রাজনৈতিক আক্রমণ শানালেন শিবসেনা (উদ্ধব বলসাহেব ঠাকরে) (Shiv Sena (UBT)) নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার তিনি দাবি করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) নিজেই মোদিকে ৭৫ বছর বয়সে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছে। রাউতের মন্তব্যটি সংঘ প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। নাগপুরে প্রয়াত জ্যেষ্ঠ সংঘ নেতা মোরোপন্ত পিংলের জীবনকথা নিয়ে প্রকাশিত একটি ইংরেজি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভাগবত বলেন, “মোরোপন্ত পিংলে শিখিয়েছিলেন, যখন কেউ পঁচাত্তর বছর পূর্ণ করে, তখন তাকে সরে দাঁড়িয়ে অন্যদের সুযোগ করে দিতে হয়।” তিনি আরও বলেন, “সংঘের কাজ হতে হবে নিঃস্বার্থভাবে, প্রচারছাড়া, এবং নির্দিষ্ট বয়সের পর নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়াই উচিত।”
এই বক্তব্যকেই রাজনৈতিক অস্ত্রে পরিণত করে সঞ্জয় রাউতের কটাক্ষ, “অবসর নেওয়ার নিয়ম মোদি ও আর এস এস নিজেরাই তৈরি করেছে। এখন আর এস এস বারবার মোদিকে বার্তা দিচ্ছে, আপনাকে অবসর নিতে হবে এবং দেশকে নিরাপদ হাতে তুলে দিতে হবে।” প্রধানমন্ত্রী মোদির বয়স চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পড়বে। সেই প্রেক্ষিতে রাউতের প্রশ্ন, “মোদি নিজেই ৭৫ বছরের বেশি বয়স হওয়ায় লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, জশবন্ত সিং প্রমুখ বর্ষীয়ান নেতাদের রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন দেখা যাক তিনি নিজে সেই নিয়ম মানেন কি না।”
প্রসঙ্গত, এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদি ১১ বছর পর প্রথমবারের মতো আর এস এস সদর দপ্তর পরিদর্শনে যান। সেই সময়ও সঞ্জয় রাউত মন্তব্য করেছিলেন যে, “আর এস এস মোদিকে ডেকে উত্তরসূরি নিয়ে আলোচনা করেছে এবং সম্ভবত তিনি সেপ্টেম্বর মাসে পদত্যাগ করবেন। উত্তরসূরি হবেন মহারাষ্ট্র থেকেই।” রাউতের এই দাবিগুলি এমন সময় সামনে এলো, যখন দেশের রাজনীতিতে পরবর্তী নেতৃত্ব নিয়ে জল্পনা বাড়ছে। বিশেষত NDA এবং বিজেপি শিবিরে মোদির বিকল্প নেতৃত্বের আলোচনা যতই গুজব হোক না কেন, আর এস এস প্রধানের বক্তব্য তা নতুন করে উস্কে দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে প্রধানমন্ত্রী বা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক মহলে এই আলোচনা যে আগামী দিনগুলোতে আরও তীব্র হবে, তা বলাই যায়।
আরও পড়ুন: স্কুলে ঢুকে পড়ল ২০ ফুট লম্বা কিং কোবরা তারপর কী হল?