আজকাল ওয়েবডেস্ক: রায়পুরের ভোপালপটনমে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। এখানে বিদ্যুতের হাহাকার। কিন্তু তাই বলে কাজ থেমে থাকেনি। মোবাইল টর্চের আলোকে হাতিয়ার করেই চলছে যাবতীয় কাজ। এখানে কাজ চালানোর জন্য দুটি জেনারেটর রয়েছে। কিন্তু সেগুলি বিগত ২ বছর ধরে খারাপ। আর নতুন জেনারেটর যেগুলি বিকল্প হিসাবে নিয়ে আসা হয়েছে সেগুলি এখনও তৈরি নয়। ফলে সেগুলিও পড়ে পড়ে খারাপ হচ্ছে।
কর্তৃপক্ষ অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি বিদ্যুতের সমস্যা মেটাতে সোলার প্যানেল লাগিয়েছিলেন। কিন্তু সেটিও বর্তমানে খারাপ। বিদ্যুত না থাকার ফলে কাজ করছে না ফ্রিজ। ফলে সেখানে রাখা যাচ্ছে না দরকারি ভ্যাকসিনগুলি। হাসপাতালে টেস্টিংয়ের কাজ প্রায় হয় না বললেই চলে। এই ধরণের কোনও রোগী এলে তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। অথচ প্রতিদিন দেড়শোর বেশি রোগী দেখে এই স্বাস্থ্যকেন্দ্রটি। তাঁদের বেশিরভাগ ম্যালেরিয়াতে আক্রান্ত। কিন্তু সব কথার মাঝে এক কথা বিদ্যুৎ নেই। ফলে ভোগান্তির শিকার চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলেই।
এখানকার স্বাস্থ্যমন্ত্রী শ্যাম জয়সওয়াল। তিনি বারে বারে শুধু প্রতিশ্রুতি দেন। কিন্তু সেগুলি কার্যকর হয় না। কবে হাল ফিরবে এই স্বাস্থ্যকেন্দ্রের, কেউ জানে না। গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে যেখানে এক ঢোল পেটানো হয় সেখানে কোন তলানিতে পড়ে রয়েছে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি। কেন উপযুক্ত পরিকাঠামো পাবে না এই স্বাস্থ্যকেন্দ্রটি ?
কর্তৃপক্ষ অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি বিদ্যুতের সমস্যা মেটাতে সোলার প্যানেল লাগিয়েছিলেন। কিন্তু সেটিও বর্তমানে খারাপ। বিদ্যুত না থাকার ফলে কাজ করছে না ফ্রিজ। ফলে সেখানে রাখা যাচ্ছে না দরকারি ভ্যাকসিনগুলি। হাসপাতালে টেস্টিংয়ের কাজ প্রায় হয় না বললেই চলে। এই ধরণের কোনও রোগী এলে তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। অথচ প্রতিদিন দেড়শোর বেশি রোগী দেখে এই স্বাস্থ্যকেন্দ্রটি। তাঁদের বেশিরভাগ ম্যালেরিয়াতে আক্রান্ত। কিন্তু সব কথার মাঝে এক কথা বিদ্যুৎ নেই। ফলে ভোগান্তির শিকার চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলেই।
এখানকার স্বাস্থ্যমন্ত্রী শ্যাম জয়সওয়াল। তিনি বারে বারে শুধু প্রতিশ্রুতি দেন। কিন্তু সেগুলি কার্যকর হয় না। কবে হাল ফিরবে এই স্বাস্থ্যকেন্দ্রের, কেউ জানে না। গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে যেখানে এক ঢোল পেটানো হয় সেখানে কোন তলানিতে পড়ে রয়েছে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি। কেন উপযুক্ত পরিকাঠামো পাবে না এই স্বাস্থ্যকেন্দ্রটি ?
