আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের একটি বাজারে সম্প্রতি এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উত্তেজনা তুঙ্গে। ভিলওয়ারা জেলায় ঘটনাটি ঘটেছে। ঠেলাগাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কার কারণে এইভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ। প্রধান অভিযুক্ত শরীফ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। আরেকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টঙ্ক জেলার বাসিন্দা সীতারাম কিরের তিন বন্ধু সিকান্দার, দিলখুশ এবং দীপক জাহাজপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মূল বাজার থেকে বের হওয়ার সময় তাদের গাড়িটি শরীফের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। শুরু হয় তীব্র বচসা। ঘটনাস্থলে প্রায় ২০ জন লোক জড়ো হয়ে দলটিকে মারধর শুরু করলে বিবাদ আরও বেড়ে যায়। সীতারামকে গাড়ি থেকে টেনে নামিয়ে নির্মমভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। সূত্রে জানা গিয়েছে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গুরুতর আহত সীতারামকে মোটরসাইকেলে করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় জেলার জাহাজপুর শহরে ঘটে যাওয়া এই ঘটনার পর স্থানীয়রা তুমুল বিক্ষোভ শুরু করে। ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বাজার বন্ধ করে দেয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জাহাজপুরের সরকারি হাসপাতালের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ করে ভুক্তভোগীর পরিবার এবং সমর্থকরা। সীতারামের মৃতদেহ যেই হাসপাতালে রাখা হয় তার বাইরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে একাধিক দল মামলাটি তদন্ত করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শহরে ১০টি থানার দল মোতায়েন করা হয়েছে।