আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি তামিলনাড়ুতে ঘটেছে অস্বাভাবিক একটি ঘটনা৷ দুই শিশুসহ চারজনের মৃতদেহ পাওয়া গিয়েছে এক বাড়ি থেকে৷ ঘটনাটি ওড্ডানচাথিরাম জেলায় ঘটে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ বর্তমানে তদন্ত জারি রয়েছে৷
পুলিশ মারফত জানা গিয়েছে ৪৫ এবং ৬৫ বছর বয়সী দুই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে পাঁচ ও সাত বছর বয়সী দুই শিশুকেও একইরকম ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।
এখনও পর্যন্ত ঘটনার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের মাধ্যমে পুলিশ ধারণা করছে যে এটি ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ঘটনায় জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে৷ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তদন্ত চলছে বলে সূত্রে খবর৷
