আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে এক বিস্ফোরণের জেরে গুরুতর আহত কয়েকজন। দশ বছর বয়সী এক বালক-সহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ঘটনাটি ঘটে৷ লাঙ্গেট এলাকার কাচারিতে একটি পুরনো মসজিদ ভাঙার সময় বিস্ফোরণটি ঘটে। তাতে দশ বছরের এক বালক গুরুতর আহত হয়। সঙ্গে আরও তিনজন আহত৷ মসজিদটি ভেঙে নতুনভাবে তৈরি করা হচ্ছিল। 

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নাম মুদাসির আহমেদ মীর (২৬), গোলাম আহমেদ তন্ত্রয় (৬৫) এবং ডি এ লোন (১০)।

আহতদের দ্রুত লাঙ্গেট উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মীরকে (আহতদের একজন) হান্দওয়ারার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুরো ঘটনার তদন্ত জারি আছে বলে পুলিশ জানিয়েছে৷