বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: মনরেগা ইস্যুতে আজও সরগরম সংসদ ভবন চত্ত্বর। লোকসভায় দেওয়া প্রশ্নের জবাব অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার তৃণমূল সাংসদ দেবের লিখিত প্রশ্নে তিনি নিজেই যে পরিসংখ্যান দিয়েছিলেন, তাতে দেখা গিয়েছে ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যদিও আজ সেই জবাব অস্বীকার করলেন নিরঞ্জন জ্যোতি। প্রথমে কোনওভাবেই এই জবাবের সত্যতা মানতে রাজি হননি তিনি। পরে সাংবাদিকরা তাঁকে জবাবের লিখিত নথি দেখালে তিনি বলেন, এই জবাব সংশোধন করা হবে।
নিরঞ্জন জ্যোতির পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংও এই জবাবকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, "মনরেগার বিষয়টি একটি নিরন্তর প্রক্রিয়া। কেউ চলে যান, কেউ বদলি হয়ে যান। সেই জন্য এমনটা হয়ে থাকতে পারে। এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।" সংসদে দেওয়া প্রশ্নের জবাব একটি রেকর্ড নথি। সেটি কীভাবে বদল করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি বলেছেন, সংসদে একবার জবাব পেশ হয়ে গেলে, সেটা সংসদেরই নথি হয়ে যায়। চাইলেই কেউ সেটির পরিবর্তন করতে পারেন না। বিজেপি যদি মনে করে থাকে যে, এটা করবে তাহলে সেটা ভুল। এইভাবে কথায় কথায় ডিগবাজি খাওয়াই বিজেপির স্বভাব।"
মনরেগাকে এই অধিবেশনে তাদের সবচেয়ে ইস্যু বলে মনে করছে তৃণমূল। রাজ্যসভায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মনরেগা ইস্যুতে সরব হন অবীররঞ্জন বিশ্বাস, শান্তনু সেন। মনরেগা নিয়ে মঙ্গলবার গিরিরাজ সিং এবং সুদীপ ব্যানার্জির আলাদা কথা হয়। সেখানেই গিরিরাজ সিং, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠকের প্রস্তাব দেন। যদিও বুধবার বিষয়টি অস্বীকার করলেন গিরিরাজ। তিনি বলেন, "একবারেই এরকম কোনও প্রস্তাব দিইনি। সুদীপ ব্যানার্জি ভুল কথা বলছেন।" গিরিরাজ বলেন, "বাংলায় আবাস হোক, মনরেগা হোক যে প্রকল্পই হোক না কেন, যদি তা নিয়ে তদন্তে সন্তুষ্টি না হয়, তাহলে কীভাবে টাকা দেওয়া হবে? আমরা এই বিষয়টিতে আরও পদক্ষেপ করব।" তৃণমূল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গিরিরাজের বক্তব্য প্রসঙ্গে সুদীপ ব্যানার্জি বলেন, "আমার মনে হয়, যেহেতু এটা নিয়ে তাঁরসঙ্গে আমার ব্যক্তিগতস্তরে কথা হয়েছে, সেইজন্য হয়ত তিনি চাননি কথাটা প্রকাশ্যে আসুক। তবে আমার মতে, মানুষের স্বার্থে দুই সাংবিধানিক প্রধান আলোচনা, বৈঠক করবেন। সেই বিষয়টি প্রকাশ্যে আনতে অসুবিধা কোথায়?"
