আজকাল ওয়েবডেস্ক: জাঠ সম্প্রদায়ের জাত নিয়ে ভেদাভেদমূলক মানসিকতাই দায়ী নির্বাচনে হারের পেছনে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এমনটাই জানিয়েছেন বহুজন সমাজবাদী পার্টি বা বিএসপির প্রধান মায়াবতী।
এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই নিয়ে সে রাজ্যে পর পর তৃতীয়বার ক্ষমতায় এল গেরুয়া শিবির। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তারা পেয়েছে ৩৭ টি আসন। অন্যদিকে, বিএসপি আঞ্চলিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের সঙ্গে জোটে নির্বাচনে লড়েছিল। তাদের জোট আইএনএলডি এ পেয়েছে মাত্র দুটি আসন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গিয়ে লিখেছিলেন, বিএসপি এবং আইএনএলডি জোটবদ্ধ হয়ে হরিয়ানা বিধানসভার সাধারণ নির্বাচনে লড়াই করেছিল৷ কিন্তু ফলাফল দেখায় জাট সম্প্রদায়ের বর্ণবাদী লোকেরা তাদের গ্রহণ করেনি। ভোটের আগে তিনি বলেছিলেন, বিএসপিকে ভোট দিন। বর্ণ ভেদাভেদ মুক্ত সমাজ গড়ে তুলুন। তিনি ভোট গণনার পর x হ্যান্ডেলে আরও লেখেন, ইউপির জাট সম্প্রদায়ের লোকেরা তাদের বর্ণবাদী মানসিকতা অনেকাংশে পরিবর্তন করেছে এবং তারা বিএসপি থেকে বিধায়ক এবং সরকারে মন্ত্রীও হয়েছে। হরিয়ানার জাট সম্প্রদায়ের লোকদেরও তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত এবং তাদের বর্ণবাদী মানসিকতা পরিবর্তন করা উচিত। এর পাশাপাশি পূর্ণ শক্তি নিয়ে এই নির্বাচনে লড়াই করার জন্য সমস্ত বিএসপি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মায়াবতী।
