আজকাল ওয়েবডেস্ক: ১৭ মাস পর জেল থেকে মুক্তি পেলেন আপ নেতা মনীশ সিসোদিয়া। শুক্রবার সন্ধ্যায় তিহাড় জেল থেকে বেরোলেন তিনি। আপ নেতাকে বরণ করে নিতে জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন আপ সমর্থকরা। সিসোদিয়া বেরোনোর পর ভারী বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। তার মধ্যেই অপেক্ষায় ছিলেন দলীয় কর্মীরা। বৃষ্টিতে দাঁড়িয়েই কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন আপ নেতা। বলেন, 'এই মুক্তির জন্য আমি বাবাসাহেব আম্বেদকরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, সংবিধানের এই ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালও জেল থেকে বেরিয়ে আসবেন।'
এরপর তিনি দিল্লির সিভিল লাইন এলাকায় কেজরিওয়ালের বাসভবনের দিকে রওনা দেন। শুক্রবার সকালেই সিসোদিয়াকে সুপ্রিম কোর্টের তরফে জামিনের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে অষ্টম বার জামিনের আবেদন করেছিলেন তিনি। এর আগে একবার প্যারোলে ছাড়া পেয়েছিলেন। গত বছর তাঁকে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মণীশ সিসোদিয়া। বন্দি হন তিহাড় জেলে। মণীশ সিসোদিয়ার পর এই একই মামলায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও বন্দি রয়েছেন তিনি।
এরপর তিনি দিল্লির সিভিল লাইন এলাকায় কেজরিওয়ালের বাসভবনের দিকে রওনা দেন। শুক্রবার সকালেই সিসোদিয়াকে সুপ্রিম কোর্টের তরফে জামিনের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে অষ্টম বার জামিনের আবেদন করেছিলেন তিনি। এর আগে একবার প্যারোলে ছাড়া পেয়েছিলেন। গত বছর তাঁকে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মণীশ সিসোদিয়া। বন্দি হন তিহাড় জেলে। মণীশ সিসোদিয়ার পর এই একই মামলায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও বন্দি রয়েছেন তিনি।
