আজকাল ওয়েবডেস্ক: ধূমপান করা অনেকের অভ্যেস। কেউ তার জন্য ব্যবহার করেন দেশলাই, কেউ লাইটার। কিন্তু ভোপালের এই ব্যক্তি সরাসরি গ্যাস স্টোভ থেকে বিড়ি জ্বালাতে গিয়েছিলেন। পরিণতি হল মর্মান্তিক। মুহূর্তে শেষ সব।


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোপালের বছর ৬০-এর এক ব্যক্তি সরাসরি গ্যাস স্টোভ থেকে বিড়ি জ্বালাতে গিয়েছিলেন। আর তাতেই ঘটে বিপত্তি। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় বৃদ্ধের।জানা গিয়েছে, ওই ব্যক্তির রাত্রিবেলা আচমকা ধূমপানের ইচ্ছে জাগে, কিন্তু সেই মুহূর্তে দেশলাই খুঁজে পাননি। অগত্যা যান রান্নাঘরে।

কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল? জানা গিয়েছে রান্নাঘরে গিয়ে তিনি গ্যাস অন করে দিলেও, তৎক্ষণাৎ লাইটার খুঁজে পাননি। লাইটার খুঁজতে বেশকিছুক্ষণ সময় যায়, ততক্ষণে গ্যাস ছড়িয়ে গিয়েছে বাইরে। ফলত, তিনি আগুন জ্বালতেই তা ভয়াবহ রূপ ধারণ করে। তিনি কোনওভাবেই আর রান্নাঘর থেকে বেরোতে পারেননি। জানা গিয়েছে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল ওই ব্যক্তির। 

পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন ওই ব্যক্তির দুই ছেলে। শব্দ শুনে পরিবারের অন্যদেরও ডাকেন তাঁরা। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।