আজকাল ওয়েবডেস্ক: অজগর, নাম শুনলেই অনেকের আত্মারাম খাঁচা হয়ে যায়। আবার, বিশালাকার এই সরীসৃপের সামনে পড়েও অনেকেই খুব ঠাণ্ডা থাকেন। সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি খাল থেকে একটি বিশাল অজগর সাপকে টেনে তুলছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে, ব্যক্তিটি শান্তভাবে জলে কুণ্ডলী পাকানো অজগরটির দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর সেটিকে কৌশল করে প্রথমে সাপ ধরার লাঠি, পরে নিজের পা ব্যবহার করে ধরলেন। এরপরই বিশাল বিষধর অজগর নড়াচড়া শুরু করে, তা সত্ত্বেও, ব্যক্তিটি আতঙ্কিত না হয়ে সরীসৃপটিকে টেনে তুলে ধীরে ধীরে ডাঙায় নিয়ে এলেন।
এসবের মধ্যেই অজগরটি ব্যক্তিটিকে কামড়াতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি কৌশলে তা এড়িয়ে যান। যা ওই ব্যক্তির অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের পরিচয় বলে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া। অজগরটিকে হাতে নিয়ে ব্যক্তিটি তাঁর সাহসেরও পরিচয় তুলে ধরেছিলেন।
'বিশাল স্নেক সেভার' নামক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই ভিডিও শেয়ার করেছেন। যা দ্রুত জনপ্রিয় হয়, এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে ভিডিও-টির। বিপদের মুখেও এই ব্যক্তির শান্ত স্বভাবের দৃশ্য দর্শক মহলে যেমন প্রশংসিত, তেমনই বিস্ময়েরও।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by vishal snake saver (@vishalsnakesaver)
ভিডিওটির প্রেক্ষিতে অনলাইনে অসংখ্য মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, "আমি আমার জীবন বাঁচাতে দৌড়াচ্ছিলাম! এই লোকটি একজন সত্যিকারের নায়ক।" আরেকজন মন্তব্য করেছেন, "সে এত শান্ত কীভাবে ছিল? আমি ভয় পেয়েছি!"
অন্যরা লোকটির দক্ষতার প্রশংসা করে বলেছেন, "এই লোকটি অবশ্যই একজন পেশাদার। আমি এত বিশাল সাপ সামলানোর জন্য নিজের দক্ষতাকে ভরসা বা বিশ্বাস করতাম না।" কেউ কেউ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন মন্তব্য করেছেন, "এটা দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারত।" অন্য একজন ব্যবহারকারী মুহূর্তটিকে আরও হাস্যকর বলে মনে করেছেন, বলেছেন, "সাপটি সম্ভবত লোকটির চেয়ে বেশি ভয় পেয়েছিল! দেখ কত দ্রুত এটা পালানোর চেষ্টা করছে।"
আবার কেউ কেউ লোকটির এবং সাপের নিরাপত্তার জন্য প্রকৃত উদ্বেগ প্রকাশ করেন। লিখেছেন, "যদিও এটা চিত্তাকর্ষক, তবে আমাদের মনে রাখা উচিত যে- এভাবে বন্য প্রাণীদের পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হতে পারে।"