আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে সম্প্রতি চরম বৃষ্টি। আর এই বৃষ্টিতেই জলাবদ্ধতা ও যানজট যেন শহরের নিত্যদিনের সঙ্গী। তবে এবছরের টানা ভারী বৃষ্টিপাত যেন শহরবাসীর স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। একদিকে যখন রাস্তাঘাট জলমগ্ন হয়ে আছে, তখন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক মজার ভিডিও। এমন সব ভিডিও যা একদিকে শহরের সংগ্রামের চিত্র তুলে ধরছে, অপরদিকে তেমনই সেই সংগ্রামের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার এক অনন্য নজির সৃষ্টি করছে।
সম্প্রতি মুম্ব্রায়ে ক্যামেরাবন্দী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক বৃদ্ধ ব্যক্তি হাঁটু পর্যন্ত রাস্তায় মাঝের ডিভাইডারে দাঁড়িয়ে আছেন। আচমকাই তিনি নাচতে শুরু করেন। আজকের দিনে 'অরা ফার্মিং' ("Aura Farming") নামে ভাইরাল হয়ে উঠেছে, এমন একটি 'ট্রেন্ডিং' গানে নাচ করতে থাকেন। জানা গিয়েছে এই নাচটি সম্প্রতি জনপ্রিয় করেছেন ইন্দোনেশিয়ার ১১ বছরের এক শিশু, রায়ান আরকান ধিকা।
ভিডিওতে দেখা যায়, নাচ শেষ করার পর সেই প্রৌঢ় সামনে ঝাঁপিয়ে পড়েন জলমগ্ন রাস্তায়। এরপর একটি ম্যাটের উপর চড়ে ভেসে যান জলে। আশেপাশের কিছু স্থানীয় লোকজন তাঁদের ফোনে এই মজার দৃশ্যের ভিডিও রেকর্ড করে রাখেন। মুম্ব্রার এই ‘চাচা’র ভিডিও দেখে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। কেউ মন্তব্যে লিখেছেন, 'লেজেন্ড অন ডিউটি' (“Legend on duty”), আবার কেউ বলেছেন, 'মুম্ব্রার চাচা আগুন।'
আরেকজন মজা করে লিখেছেন, 'ভাইব হে'। কেউ কেউ লিখেছেন, 'শুধু মুম্বাইতেই সম্ভব, যেখানে বন্যার মধ্যেও মানুষ নেটফ্লিক্স(Netflix)-এর থেকেও বেশি বিনোদন দেয়।' আরও একজন মন্তব্য করেন, 'এই জিনিসটার জন্যই তো অপেক্ষা করছিলাম।'
আরও পড়ুনঃ টানতে টানতেও বেরোচ্ছিল না, 'ওইটা'র জন্য ইউটিউবের শরণাপন্ন যুবতী! ভিডিও
যে নাচের কারণে প্রৌঢ়ার এই নাচ ভাইরাল তার কেন্দ্রবিন্দু, সেই 'অরা ফার্মিং' নৃত্য। এই নৃত্য প্রথম জনপ্রিয়তা পায় ইন্দোনেশিয়ার রায়ান আরকান ধিকার মাধ্যমে। খবর অনুযায়ী, মাত্র ১১ বছর বয়সে এই শিশুটি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে ওঠে। রায়ান ইন্দোনেশিয়ার রিয়াউ অঞ্চলের ঐতিহ্যবাহী ‘পাকু জলুর’ নৌকা দৌড় উৎসবে প্রথমবারের মতো পারফর্ম করেন। যেখানে লম্বা ও দ্রুতগতির নৌকার একেবারে সামনের দিকে দাঁড়িয়ে তিনি অনায়াসে এই ভাইরাল নৃত্য পরিবেশন করেন। এটি দেখে উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যান।
রায়ান ঐতিহ্যবাহী পোশাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেন। সেখানে তাঁর হাসি ও কায়দাদেখানো নৃত্য মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন তোলে। রায়ান কুয়ান্তান সিংগিঙ্গি রিজেন্সির একটি ছোট্ট গ্রামে বসবাস করেন। তিনি পঞ্চম শ্রেণির ছাত্র। এই উৎসবে এটিই ছিল তাঁর প্রথম অংশগ্রহণ। তবুও প্রথমবারেই তিনি নিজের প্রতিভার ছাপ রেখে দেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও মুম্বইয়ের টানা ভারী বৃষ্টির মাঝেও যেন এক অনন্য নজির। চরম দুর্দশার মধ্যেও মানুষ যে জীবনের আনন্দ খুঁজে নিতে জানে, তা যেন আবারও প্রমাণ করে দেয় এই ভিডিও । সোশ্যাল মিডিয়া যেমন শহরের দুর্দশার চিত্র তুলে ধরে, তেমনই মানুষের জীবনবোধ ও আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতারও সাক্ষ্য বহন করে।
