আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বাগানে নতুন কলাগাছ। মাটি ছড়ানো চারপাশে। সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। শুধুমাত্র এই দু'টি কারণেই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলেও পৌঁছয় পুলিশ। সেই বাগানের মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ সকলের। মাটির তলায় পোঁতা রয়েছে এক তরুণী ও তাঁর মায়ের নিথর দেহ। খুনের কয়েক দিন পর তাঁদের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। সঙ্গে গ্রেপ্তার ঘাতক স্বামী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, ময়ূরভঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। স্ত্রী ও শাশুড়িকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করে এক যুবক। এরপর বাড়ির বাগানে মাটি খুঁড়ে দেহগুলি পুঁতে দেয় সে। প্রমাণ লোপাটের জন্য সেই মাটিতেই কলাগাছ পুঁতে দেয়। মৃত তরুণীর নাম, সোনালী দালাল।ও তাঁর মায়ের নাম, সুমতি দালাল। অভিযুক্ত যুবকের নাম, দেবাশিস পাত্র।
খুনের নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, দম্পতির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল। বিষয়টি যুবকের স্ত্রী তার মাকেও জানিয়েছিলেন। এরপরই বাপের বাড়িতে চলে আসেন সোনালী। কিন্তু বারবার স্বামীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তাঁর মা সুমতি। এরপর ১২ জুলাই স্বামীর কাছেই সোনালীকে নিয়ে যান তিনি। বিষয়টি মিটমাট করে আবারও একসঙ্গে থাকার জন্য অনুরোধ করেন।
গত ১৯ জুলাই রাতেও দম্পতির মধ্যে তুমুল অশান্তি হয়েছিল। যার মধ্যে অংশ নিয়েছিলেন সোনালীর মা সুমতি। এই ঝামেলার পরেই চরম পদক্ষেপ করে যুবক। সেদিন রাতে সোনালী ও সুমতি একসঙ্গে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় চুপিচুপি ঘরে ঢোকে দেবাশিস। ভারী পাথর দিয়ে দু'জনের মাথা থেতলে দেয় সে। খুনের পরে দেহ লোপাটের চেষ্টা করে।
নৃশংস হত্যাকাণ্ডের সময়ে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। গভীর রাতে প্রতিবেশীরাও তাই চিৎকারের শব্দ শুনতে পাননি। সেই রাতেই বাড়ির পিছনের বাগানে দেহ দু'টি নিয়ে যায় দেবাশিস। এরপর বাগানের মাটি খুঁড়ে দেহগুলি পুঁতে দেয়। সেই মাটিতেই কলাগাছ পুঁতে দেয় সে। যাতে কারও সন্দেহ না হয়।
সেই রাতেই থানায় পৌঁছে নিখোঁজ ডায়েরি করে দেবাশিস। থানায় গিয়ে সে জানায়, বাড়িতে একমাত্র ছেলেকে রেখে সোনালী ও সুমতি ময়ূরভঞ্জ ছেড়ে চলে গেছেন। দিন কয়েক পুলিশ খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি দু'জনের। এরপর থেকে স্বাভাবিকভাবেই জীবন যাপন করছিল দেবাশিস। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের।
সকলেই বাড়ির আশেপাশে উঁকি মারেন। তখনই বাগানটি নজরে পড়ে অনেকের। সেই বাগানেই মাটি খোঁড়া রয়েছে দেখতে পান কেউ কেউ। নতুন কলাগাছ পোঁতা রয়েছে, সেটিও অনেকের নজরে পড়ে। প্রতিবেশীরাই এরপর পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেবাশিসকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা।
পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়ে দেবাশিস। স্ত্রী ও শাশুড়িকে খুনের কথাও স্বীকার করে নেয় সে। এরপরই জানায়, কলাগাছের নীচেই রয়েছে তাঁদের দেহ। বাগানের মাটি খুঁড়ে সোনালী ও সুমতির পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এরপর হাসপাতালে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
